পাকিস্তান ক্রিকেট

পিসিবি চেয়ারম্যানের ওপর বিরক্ত আফ্রিদি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:54 শনিবার, 20 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

এশিয়া কাপ নিয়ে কদিন পরপরই বিভিন্ন মন্তব্য করে আলোচনায় আসেন নাজাম শেঠি। এ কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের ওপর বিরক্ত পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি শেঠিকে নিজের কথায় স্থির থাকার পরামর্শ দিয়েছেন।

সবকিছু ঠিক থাকলে এ বছরের জুলাইয়ে এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে পাকিস্তানে। কিন্তু বিভিন্ন ইস্যু দেখিয়ে পাকিস্তানে খেলতে রাজি নয় ভারত। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও হবে পাকিস্তানে। ভারতের দাবি মেনে নিলে সেই টুর্নামেন্ট নিয়েও শঙ্কা তৈরি হবে পাকিস্তানের।

শুরুর দিকে পাকিস্তানেই পুরো এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর ছিল পিসিবি। এরপর তারা হাইব্রিড মডেল তথা ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে আয়োজনের প্রস্তাব দেয়। নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিবেচনায় ছিল সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

পিসিবি প্রধানের ক্ষণে ক্ষণে মত বদলানোর কারণে হতাশ আফ্রিদি বলেছেন, ‘আমি বুঝতে পারছি না তিনি কেন ভাবছেন, সব জায়গায় সাক্ষাৎকার দিয়ে বেড়াতে হবে। আমি বিশ্বাস করি পিসিবি চেয়ারম্যানের চেয়ারটা সাহসী মনোবলের হবে, যেন কেউ চ্যালেঞ্জ করলে পাল্টা যুক্তি দেওয়া যায়। সিদ্ধান্ত বদল করলে সেটা যেন নির্ভুল হয়। কোনো সিদ্ধান্ত বদলাতে হলে সুনির্দিষ্টভাবে বদলাতে হবে। আপনি কি কারও সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেন, নাকি কার সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন, সে অনুযায়ী কথা বলেন?’

গত বছরের শেষদিকে রমিজ রাজার স্থলাভিষিক্ত হয়েছিলে শেঠি। সে সময় পাকিস্তানের নির্বাচক প্যানেলকেও পদত্যাগ করতে হয়। অন্তর্বর্তীকালিন নির্বাচক প্যানেলের প্রধান করা হয়েছিল আফ্রিদিকে। তাকেই দীর্ঘমেয়াদে দায়িত্ব দিতে চেয়েছিল পিসিবি। তবে আফ্রিদি নিজেই এই ব্যাপারে আগ্রহ দেখাননি।

এরপর থেকে পিসিবির বিভিন্ন কার্যক্রম নিয়েও হতাশা প্রকাশ করেছেন তিনি। শেঠিকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আপনি কখনো বলছেন এশিয়া কাপ অস্ট্রেলিয়ায় হবে। একটি শক্তিশালী আসনে এভাবে বারবার অবস্থান করবেন না। আপনার উপদেষ্টাদের সঙ্গে কথা বলুন, তাদের কাছে নিজের ভাবনা ব্যাখ্যা করুন। আমরা আপনার সঙ্গেই আছি।’