ইংল্যান্ড - আয়ারল্যান্ড সিরিজ

বেয়ারস্টোকে ফিরিয়ে ইংল্যান্ডের টেস্ট দল ঘোষণা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:29 মঙ্গলবার, 16 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

সবশেষ সেপ্টেম্বরে গলফ খেলতে গিয়ে পা হড়কে গিয়ে চোট পেয়েছিলেন জনি বেয়ারস্টো। পায়ের তিনটি জায়গায় ভেঙে যায় এবং অ্যাঙ্কেলও স্থানচ্যুত হওয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি ডানহাতি এই ব্যাটার। আইপিএলের পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশ সফরেও ছিলেন না বেয়ারস্টো।

পাঞ্জাব কিংসের হয়ে খেলার কথা থাকলেও চোট থেকে সেরে না উঠায় আইপিএলও খেলা হয়নি তার। এই সময় কাউন্টিতে নিজের দল ইয়র্কশায়ারের হয়ে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে গেছেন। আপাতত চোট থেকে সেরে উঠে প্রতিযোগিতামূলক ক্রিকেটেও খেলেছেন ডানহাতি এই ব্যাটার। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-এ ইয়র্কশায়ারের হয়ে নিজের প্রথম ম্যাচে ৮৮ বলে ৯৭ রানের এক ইনিংস খেলেছিলেন।

চোট থেকে প্রত্যাশিত প্রত্যাবর্তন হওয়ায় ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘোষিত ইংল্যান্ডের টেস্ট দলে জায়গা দেয়া হয়েছে বেয়ারস্টোকে। তবে ১৫ সদস্যের টেস্ট দলে নেই জফরা আর্চার। চোটের কারণে ইংল্যান্ডের পুরো গ্রীষ্ম মৌসুম থেকে ছিটকে গেছেন ডানহাতি এই পেসার।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময় চোটে পড়েছিলেন জেমস অ্যান্ডারসন। খানিকটা শঙ্কা থাকলেও আইরিশদের বিপক্ষে রাখা হয়েছে তাকে। ডানহাতি এই পেসার ফিট না থাকলেও একাদশে দেখা যেতে পারে ওলি রবিনসন, ম্যাথু পট এবং স্টুয়ার্ট ব্রড।

চোটের কারণে আইপিএলে দুটির বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি বেন স্টোকস। সপ্তাহখানেক আগে চোট থেকে সেরে উঠলেও ম্যাচ পাচ্ছেন তিনি। ফলে অ্যাশেজের জন্য প্রস্তুতি নিতে প্লে-অফের আগেই ভারত ছাড়বেন ইংল্যান্ডের অধিনায়ক। খেলবেন আয়ারল্যান্ডের বিপক্ষে। এদিকে বেয়ারস্টো ফেরায় বাদ পড়েছেন উইকেটকিপার বেন ফোকস।

ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড- বেন স্টোকস, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেঞ্চ, জ্যাক লিচ, ওলি পোপ, ম্যাথু পটস, ওলি পোপ, জো রুট, ক্রিস ওকস এবং মার্ক উড।