অস্ট্রেলিয়া ক্রিকেট

বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:19 রবিবার, 14 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

২০২৩-২৪ সালের গ্রীষ্ম মৌসুমের সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই কয়েকমাসে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে দলটি। পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের পর, অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে খেলবে অজিরা। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ১৪ ডিসেম্বর, পার্থে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর (বক্সিং ডে)।

নতুন বছরের শুরুতে, ৩ জানুয়ারি সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। ভেন্যু সিডনি ক্রিকেট গ্রাউন্ড। জানুয়ারির তৃতীয় সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ।

এই সফরে প্যাট কামিন্সের দলের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়ানরা। ১৭ থেকে ২১ জানুয়ারি চলবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি, ভেন্যু অ্যাডিলেড ওভাল।

দ্বিতীয় টেস্ট ম্যাচের ভেন্যু গ্যাবা। ম্যাচটি চলবে ২৫ থেকে ২৯ জানুয়ারি। এরপর ২, ৪ এবং ৬ ফেব্রুয়ারি অজিদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ভেন্যু যথাক্রমে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, সিডনি ক্রিকেট গ্রাউন্ড এবং ক্যানবেরা।

তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯, ১১ এবং ১৩ ফেব্রুয়ারি। ভেন্যু যথাক্রমে হোবার্ট, অ্যাডিলেড ওভাল এবং পার্থ।