বাংলাদেশ নারী দল

কলম্বোতে সিরিজ জেতা হলো না বাংলাদেশের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:48 শুক্রবার, 12 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সিরিজ জেতা হলো না বাংলাদেশ নারী দলের। কলম্বোতে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে ৪৪ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হারে ২-১ ব্যবধানে সিরিজ হারল নিগার সুলতানার দল।

১৫৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই রুবিয়া হায়দারের (০) উইকেট হারায় বাংলাদেশ। এরপর পাওয়ার প্লে'তে দাপটের সঙ্গেই খেলেন তিনে নামা সোবহানা মোস্তারি। যদিও ফারজানা হকের সঙ্গে তার জুটি লম্বা হয়নি।

পাওয়ার প্লে শেষ হওয়ার পরই ফারজানা ফিরে যান। দশ রানের বেশি করতে পারেননি তিনি। দশ ওভারের আগে সোবহানার উইকেটও হারায় বাংলাদেশ। ২৫ বলে ৩০ রান করে ফিরে যান তিনি। রান তাড়ার মিশনে টিকতে পারেননি মুরশিদা খাতুনও।

১৪ বলে ৮ রান করে দলীয় ৮৩ রানের সময় ফিরে যান তিনি। দলের রানের খাতায় আরও চার রান যুক্ত হতেই ফিরে যান নিগার। বাংলাদেশের অধিনায়ক এ দিন করেন ৩৩ বলে ৩১ রান। শেষপর্যন্ত ২০ ওভারে সাত উইকেটে ১১৪ রান তুলে থামে বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন উদেশিকা প্রবোধানি, কায়া কাভিন্দি এবং ইনোকা রানাবিরা। একটি উইকেট নেন সুগন্ধিকা কুমারি।

এর আগে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৫৮ রান তোলে শ্রীলঙ্কা। ৩৯ বলে অপরাজিত ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন দলটির ব্যাটার নিলাকশা ডি সিলভা। ৪২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন হারশিতা সামাবিক্রমা।

এ ছাড়া ২৩ বলে ৩২ রান করেন অধিনায়ক চামারি আতাপাত্তু। শ্রীলঙ্কার ইনিংসে জাহানারা আলমের করা শেষ ওভারে তিনটি ছক্কা ও একটি চারে ২৪ রান নেন নিলাকশা। ১৯ ওভারে ১৩৪ থেকে ২০ ওভারে ১৫৮ রানে চলে যায় শ্রীলঙ্কা।

প্রথম তিন ওভারে ২০ রান দিলেও তাই শেষ পর্যন্ত চার ওভারে জাহানারা রান দেন ৪৪ রান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলিং এটাই। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন রাবেয়া খান, নাহিদা আক্তার এবং ফাহিমা খাতুন।