বিশ্বকাপ

বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে খেলবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:56 বুধবার, 10 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ৫ অক্টোবর শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। যদিও এই বিশ্ব আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ক্রিকেটের দুই পরাক্রমশালী দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই মাঠেই ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে বিশ্বকাপ শেষ হবে। স্বাগতিক ভারত তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ১৫ অক্টোবর। প্রথম ম্যাচে তারা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে।

ভারতে এখন চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হলেই বিশ্বকাপের সূচি ঘোষণা করতে পারে আয়োজকরা। মূলত কোন কোন ভেন্যুতে খেলা হবে সেই সিদ্ধান্ত নেবে বিসিসিআই। তাদেরই সিদ্ধান্তের অপেক্ষায় আছে আইসিসি।

ক্রিকবাজ আরও জানিয়েছে বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সফরে যেতে সম্মতি দিয়েছে। যদিও এশিয়া কাপ নিয়ে স্থবিরতা ও অনিশ্চয়তা এখনও শেষ হয়নি। তবে কদিন আগেই পিসিবি বেশ কিছু সূত্র জানিয়েছে তারা তাদের বেশিরভাগ ম্যাচ আহমেদাবাদ, হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরুতে খেলতে চায়।

নিরাপত্তার স্বার্থেই তারা ভারতের দক্ষিণ অঞ্চলে খেলতে চায়। বিসিসিআইও তাদের আগ্রহে সম্মতি জনিয়েছে। আহমেদাবাদ ছাড়াও, কলকাতা, দিল্লি, ইন্দোর, ধর্মশালা, গুয়াহাটি, রাজকোট ও মুম্বাইয়ে হতে পারে বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ।

ভেন্যু তালিকায় বিসিসিআইয়ের পছন্দের তালিকায় নেই মোহালি ও নাগপুর। সেমিফাইনালের জন্য বিবেচনা করা হচ্ছে মুম্বাইয়ের ওয়াংখেড়েকে। প্রতিটি দলই গ্রুপ পর্বে ৯টি করে ম্যাচ খেলবে। ফলে বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দলের বিপক্ষেই খেলবে স্বাগতিক ভারত।

১০ দলের মোট ৪৮টি ম্যাচ হবে ভারতে। এরই মধ্যে স্বাগতিক ভারতসহ সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। বাকি দুই দল অংশ নেবে বাছাই পর্ব খেলে। বাছাই পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও জিম্বাবুয়ে।