ডিপিএল

মোহামেডানকে ১০৯ রানে অলআউট করে ২১ ওভারে জিতল প্রাইম ব্যাংক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:29 বুধবার, 10 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে আবারও জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুর শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে এক তর্ফা ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের দল। ১১০ রানের লক্ষ্যে নেমে ২৯.১ ওভার হাতে রেখেই ম্যাচ জিতে নেয় প্রাইম ব্যাংক।

১১০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫০ রান যোগ করেন জাকির হাসান ও শাহাদাৎ হোসেন দিপু। দলীয় ৫০ রানে ৩০ রান করা দিপু বিদায় নেন নাজমুল হোসেন অপুর বলে বোল্ড হয়ে।

সঙ্গী হারালেও তিনে নামা মিঠুনকে নিয়ে রানের চাকা সচল রাখেন জাকির। তবে বোলিংয়ে এসে আবারও আঘাত হানেন অপু। মাহমুদউল্লাহ'র হাতে ক্যাচ দিয়ে ১৯ রানে ফেরেন তিনি। দলীয় ৫৭ রানে জাকির ফিরে গেলে প্রান্তিক নওরজ ও মিঠুন মিলে দলকে ১০০'র ঘরে নিয়ে যান।

জয় থেকে খানিকদূরে থাকাকালীন ফিরে যান দুজনই। প্রান্তিক ২৬ বলে ৩০ এবং মিঠুন ২৫ বলে ১৬ রানে ফিরে যান। দলটিকে জয়ের বন্দরে নিয়ে যান নাসির হোসেন (১০*) এবং আল আমিন জুনিয়র (২*)। মোহামেডানের হয়ে অপু ৩৯ রান খরচায় তিন উইকেট নেন।

এ দিন আগে ব্যাটিং করে ২৭.৩ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় মোহামেডান। উদ্বোধনী জুটিতে ইমরুল কায়েস ও রুবেল মিয়া মিলে যোগ করেন ৩৭ রান। কাশিফ ভাট্টির বলে শেখ মাহেদি হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইমরুল। ১৬ রানে তিনি ফেরার পর স্কোরবোর্ডে ৫০ রান তোলার আগে আরও ৩ ব্যাটারকে হারায় দলটি।

রানের খাতা না খুলেই ফেরেন মাহমুদউল্লাহ। ২১ রানে আউট হন রুবেল ও ১০ বলে এক রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। ষষ্ঠ উইকেট জুটিতে আব্দুল মজিদ ও শুভাগত হোম মিলে হাল ধরার চেষ্টা করেন। কিন্তু দলীয় ৬৫ রানে বিদায় নেন মজিদ।

মজিদের বিদায়ের পর আরও বিপদে পড়ে মোহামেডান। ৭৩ রানের মাঝে আরও ৩ ব্যাটারকে হারিয়ে ১০০'র আগে অল আউট হওয়ার শঙ্কায় পড়ে দলটি। তবে মুশফিক হাসান, খালেদ আহমেদ ও নাজমুল অপুর চেষ্টায় ১০০ পার করে ১০৯ এ অল আউট হয় মোহামেডান। কাশিফ ভাট্টি ৪৪ রান দিয়ে নেন ৪ উইকেট।