বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

ইংল্যান্ডে তাসকিনকে মনে পড়ছে হাসানের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:41 বুধবার, 10 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের পেস রাজ্যে নেই বাংলাদেশের বোলিং আক্রমণের প্রাণভোমরা তাসকিন আহমেদ। চোটের কারণে চলমান আয়ারল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। মুস্তাফিজুর রহমান এক সময় বাংলাদেশের পেস আক্রমণের নেতা ছিলেন। তিনিও আর অটো চয়েজ নন।

আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তাকে ছাড়াই মাঠে নেমেছিল বাংলাদেশ। একাদশে ছিলেন তিন পেসার ইবাদত হোসেন, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। তবে বৃষ্টির দাপটে ইংল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডেতে নিজেদের পুরো সামর্থ্য দেখাতে পারেননি বাংলাদেশের পেসাররা। 

যতটুকু পেরেছেন তাতে কৃতিত্ব আছে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের। ভয়ঙ্কর হয়ে ওঠা পল স্টার্লিংকে দ্রুত সাজঘরে ফিরিয়েছিলেন শরিফুল। আর আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নিকে বোল্ড করেছিলেন হাসান। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ১৬.৩ ওভারে ৩ উইকেটে ৬৫ রান।

এরপর আর একটি বলও মাঠে গড়াতে পারেনি। ম্যাচ শেষে হাসান জানিয়েছেন এমন পেস বান্ধব কন্ডিশনে তাসকিনকে মনে পড়েছিল তার। হাসান বলেন, 'আমি ও শরিফুল ভালো শুরু করেছি। আমরা দুজনই ইনজুরিতে ছিলাম কিছু সময় ধরে। এখন দুজনই ফিট আছি। তাসকিন ভাই এখন ইনজুরিতে আছেন, উনি সামনে ফিরে আসবেন ইনশাল্লাহ। উনাকে মিস করছিলাম আজকে।'

নিজেদের বোলিং পরিকল্পনা নিয়ে হাসান বলেন, 'বোলিংয়ে আমাদের পরিকল্পনা ছিল চতুর্থ থেকে পঞ্চম স্টাম্পে বল করা। জায়গা না দেওয়া। যতটুকু সম্ভব স্টাম্পে বল করা। সুইং ব্যবহার করা, নতুন বল কাজে লাগানো। যতটুকু সম্ভব সামনে বল করা। আমরা খুবই ভালো শুরু করেছি, আমি ও শরিফুল। আমাদের বোলিংয়ে ওদের দুটি উইকেট পড়েছে। পরে তাইজুল ভাই একটি নিয়েছে। আমরা খুবই ভালো ছিলাম।'

নতুন বলে হাসান ও শরিফুল দারুণ শুরু করেছিলেন। মূলত তাদের আঁটসাঁট বোলিংয়ের কারণেই ডি/এল স্কোরে অনেকটা এগিয়ে ছিল বাংলাদেশ। তবে ২০ ওভারের কম খেলা হওয়ায় ম্যাচের কোনো ফলাফল আসেনি। তবে নিজেদের বোলিং নিয়ে বেশ সন্তুষ্ট হাসান। তিনি বলেন, 'আমি ও শরিফুল খুব ভালো শুরু করেছি। ওদেরকে ভুগিয়েছি। নতুন বলে সুইং করিয়েছিলাম। ভালো জায়গায় হিট করছিলাম। সব মিলিয়ে ভালো বোলিং হয়েছে দুজনের।'

গত কয়েক বছর ধরেই দেশে এবং দেশের বাইরে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে বাংলাদেশের পেস বোলিং ইউনিট। এমনকি তাদের কল্যাণে অনেক বড় বড় জয়ও ধরা দিয়েছে বাংলাদেশের কাছে। হাসানের কাছে গ্রুপ হয়ে দেশের জন্য পারফর্ম করাটাই মুখ্য। পেস বোলারদের উত্থানে ডোনাল্ডকেও কৃতিত্ব দিয়েছেন তিনি।

তিনি বলেন, 'আমাদের পেস বোলিং গ্রুপ খুবই ভালো করছে। এখানে ইংলিশ কন্ডিশনে ভালো অ্যাকুরেসির সঙ্গে ভালো শেইপে আছে। এর পেছনে বলতে গেলে অ্যালান ডোনাল্ডের অনেক পরিশ্রম আছে বটে। উনি আমাদেরকে তার অভিজ্ঞতাগুলো ভাগাভাগি করেন যে কীভাবে কী করলে ভালো হয়। সেগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। পরামর্শগুলো আমাদেরকে অনেক সহায়তা করে।'