promotional_ad

ভেজা মাঠের কারণে পরিত্যক্ত বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ক্যামব্রিজে শুক্রবার মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টসও হতে পারেনি। 


দুই ঘণ্টা অপেক্ষার পর কাভার সরিয়ে নেয়া হয়েছিল। সেই সময় মাঠ উপযোগী করতে দেখা যায় গ্রাউন্ডম্যানদের। এরপর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আবারও মাঠ পরিদর্শনে নামেন আম্পায়াররা।


promotional_ad

Image


তখনও মাঠ ভেজা থাকায় ম্যাচ পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। ফলে কোনো ম্যাচ প্রস্তুতি ছাড়াই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার মূল সিরিজ শুরু হবে আগামী ৯ মে।


দুইদিনের বিরতি দিয়ে ১২ মে দ্বিতীয় ম্যাচ এবং ১৪ মে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। আসন্ন এই সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভূক্ত। ফলে ম্যাচটি ওপর অনেকাংশে নির্ভর করছে আয়ারল্যান্ডের বিশ্বকাপ ভাগ্য। সিরিজের সবগুলো ম্যাচই হবে ইংল্যান্ডের এসেক্সে।


বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটার আয়ারল্যান্ড সিরিজের জন্য ইংল্যান্ডে গেছেন বেশ কয়েকদিন আগেই। এরই মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান।


যদিও প্রস্তুতি ম্যাচে থাকছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি এই ম্যাচ থেকে ছুটি নিয়েছেন আগেই। সিরিজ শুরুর আগেই তার দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball