শ্রীলঙ্কা - আয়ারল্যান্ড সিরিজ

মাদুশকা-মেন্ডিসের ডাবল সেঞ্চুরি, জয়ের স্বপ্ন দেখছে শ্রীলঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:38 বৃহস্পতিবার, 27 এপ্রিল, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

গলের ব্যাটিং উইকেটে বোলারদের জন্য ছিল না কিছুই। এমন ব্যাটিং বান্ধব উইকেটে আয়ার‌ল্যান্ডের বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটাররা। নিশান মাদুশকা ও কুশল মেন্ডিসের ডাবল সেঞ্চুরির পর একশ ছুঁয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শেষ বিকেলে আইরিশদের দুই ব্যাটারকে আউট করে জয়ের স্বপ্ন দেখছে শ্রীলঙ্কা। শেষ দিনে ম্যাচ জিততে স্বাগতিকদের চাই ৮ উইকেট। আর গল টেস্ট ড্র করতে আয়ারল্যান্ডকে ব্যাটিং করতে হবে পুরোটা দিন।

গলে আগের দিনের ১ উইকেটে ৩৫৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। দিনের প্রথম ওভারেই দেড়শ ছুঁয়েছেন মাদুশকা। কার্টিস ক্যাম্ফারের অফ স্টাম্পের বাইরেরে শর্ট ডেলিভারিতে কাট করে ২ রান নিয়ে ২৩৭ বলে দেড়শ রান করেছেন। কয়েক ওভারে যেতেই ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন মেন্ডিস।

গ্রাহাম হিউমের লেংথ ডেলিভারিতে এক রান নিয়ে ১৩১ বলে সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো একই টেস্টে টপ অর্ডারের তিন ব্যাটারই সেঞ্চুরির দেখা পেয়েছেন। এদিকে আয়ারল্যান্ডের বোলাররা সেভাবে চ্যালেঞ্জ জানাতে না পারায় অনায়াসে রান তুলেছেন মেন্ডিস ও মাদুশকা।

বেন হোয়াইটের বলে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ১৯২ বলে দেড়শ স্পর্শ করেছেন মেন্ডিস। কিছুক্ষণ পরই ক্যারিয়ারের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করেছেন মাদুশকা। শ্রীলঙ্কার দ্বিতীয় ব্যাটার হিসেবে নিজের প্রথম সেঞ্চুরিই ডাবলে রূপ দিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। এর আগে ১৯৮৭ সালে এমন কীর্তি গড়েছিলেন ব্রেন্ডন কুরুপ্পু। এদিকে ডাবল সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি মাদুশকা।

লাঞ্চের পর লেগ বিফোরের ফাঁদে ফেলে তাকে বিদায় করেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ৩২৩ বলে ডাবল সেঞ্চুরি ছোঁয়া মাদুশকা এদিন আউট হয়েছেন ২০৫ রানের ইনিংস খেলে। ক্যাম্ফারের লেংথ ডেলিভারিতে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মেরে লঙ্কানদের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েন মেন্ডিস। ২০১৪ সালে এক ইনিংসে সবচেয়ে বেশি ৮ ছক্কা মেরেছিলেন কুমার সাঙ্গাকারা, বাংলাদেশের বিপক্ষে।

সাঙ্গাকারাকে ছাড়িয়ে যাওয়ার দিনে ২৬৩ বলে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন মেন্ডিস। ডানহাতি এই ব্যাটারকে থামান হিউম। ২৯১ বলে ২৪৫ রানের ইনিংস খেলার দিনে ১১ ছক্কা মেরেছেন তিনি। তবে টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি ১২ ছক্কা মারার রেকর্ড ভাঙতে পারেননি মেন্ডিস। মাত্র একে ছক্কার জন্য ছাড়িয়ে যাওয়া হয়নি ওয়াসিম আকরামকে।

মেন্ডিসের বিদায়ের পর দ্রুতই আউট হয়েছেন দীনেশ চান্দিমাল। তবে ধনাঞ্জয়া ডি সিলভাকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কার লিড বাড়াতে থাকেন ম্যাথিউস। শেষ পর্যন্ত সেঞ্চুরির দেখাও পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। ম্যাথিউসের সেঞ্চুরির পর ৩ উইকেটে ৭০৪ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ম্যাথিউস অপরাজিত ছিলেন ১০০ রানে।

শেষ বিকেলে শ্রীলঙ্কার চেয়ে ২১২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। ২২ ওভার ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে সফরকারীরা। জেমস ম্যাককলাম ও পিটার মুরকে আউট করেছেন রমেশ মেন্ডিস এবং প্রবাথ জয়াসুরিয়া। লঙ্কানদের চেয়ে ১৫৮ রানে পিছিয়ে থেকে শেষ দিনে ব্যাটিংয়ে নামবেন ১৮ রান করা অ্যান্ড্রু বালবির্নি ও ৭ রানে অপরাজিত থাকা হ্যারি টেক্টর।