শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড সিরিজ

৬ বছর পর শ্রীলঙ্কা দলে সামারাবিক্রমা, নতুন মুখ হেমান্থ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:43 বৃহস্পতিবার, 13 এপ্রিল, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। যেখানে ৬ বছর পর লঙ্কান স্কোয়াডে ফের সুযোগ পেয়েছেন সাদিরা সামারাবিক্রমা। এছাড়া প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে দেশটির স্কোয়াডে ডাক পেয়েছেন দুশান হেমান্থ।

আগামী রোববার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচের জন্যই বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। নিরোশান ডিকভেলাকে বাদ দিয়ে প্রায় ছয় বছর পর ফেরানো হয়েছে সামারাবিক্রমাকে।

২০১৭ সালে টেস্ট অভিষেক হয়েছিল সামারাবিক্রমার। এরপর লঙ্কানদের হয়ে ৪টি টেস্ট খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৮ ইনিংসে করেছেন ১২৫ রান। ক্যাচ নেন ৪টি। এরপর আর সুযোগ পাননি টেস্ট দলে। এবার ৬ বছরের অপেক্ষা ফুরাচ্ছে তার।

ডিকভেলা ছাড়াও সবশেষ নিউজিল্যান্ড সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওশাদা ফার্নান্দো। বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার কাসুন রাজিথা ও লাহিরু কুমারাকে। স্পিন বিভাগ সামলাতে আছেন প্রবাথ জয়াসুরিয়া, রমেশ মেন্ডিস ও লাসিথ এম্বুলদেনিয়া।

এই ৩ জনের সঙ্গে নতুন করে নেয়া হয়েছে হেমান্থকে। ৪৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৯৮ উইকেট নিয়েছেন ২৮ বছর বয়সী এই লেগ স্পিনার। পেস আক্রমণে আছেন আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো এবং অভিষেকের অপেক্ষায় থাকা মিলান রত্নায়েকে।

শ্রীলঙ্কার টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিশান মাদুশকা (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, দুশান হেমান্থ, লাসিথ এম্বুলদেনিয়া, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, মিলান রত্নায়েকে।