promotional_ad

বাংলাদেশের স্বস্তির জয়

ক্রিকফ্রঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চতুর্থ দিন সকালে বাংলাদেশকে হাসালেন এবাদত হোসেন। নতুন একটি দিনে এই পেসারের সামনে আয়ারল্যান্ডের লড়াই চলল মাত্র ৮ ওভার। ২৯২ রানে অল আউট হয়ে বাংলাদেশকে ১৩৮ লক্ষ্য দেয় সফরকারীরা। যা তারা করতে নেমে ৮ উইকেট হাতে রেখেই হেসে-খেলে করে ফেলে সাকিব আল হাসানের দল।


এদিন ২৮৬ রানে ব্যাটিংয়ে নামা আইরিশদের পক্ষে লড়াই চালাতে পারেননি অ্যান্ডি ম্যাকব্রাইন। ৭১ রানে খেলতে নেমে নামের পাশে এক রান যোগ করেই এবাদতের বলে বোল্ড হয়ে ফেরেন এই ক্রিকেটার। তার বিদায়ের পর সফরকারীদের অল আউট হওয়া ছিল শুধু মাত্র সময়ের ব্যাপার। 


কিন্তু ১১৬তম ওভারে এবাদতের অফ স্টাম্পের বাইরের বল বেশ দূর থেকে অফ সাইডে খেলার চেষ্টা করেন হিউম। বল তার ব্যাটের বাইরের কানায় লেগে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ৫৫ বলে ১৪ রান করেছেন হিউম। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড অলআউট ২৯২ রানে। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৩৮। ইবাদতের শিকার মোট ৩ উইকেট। তাইজুল ইসলাম নিয়েছেন ৪টি।


১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে ওপেন করতে আসেন লিটন ও তামিম ইকবাল। প্রথম ইনিংসে তামিমের সঙ্গী ছিলেন শান্ত। প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট ক্রিকেটে ওপেনিংয়ে নেমে লিটন ছিলেন সাবলীল। ছক্কা-চারে শুরু করেন নিজের ইনিংস।


সেটিও আবার প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের সেরা বোলার অ্যান্ড্রু ম্যাকব্রাইনের বলে। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পান লিটন। ম্যাকব্রাইনের অফ স্টাম্প লাইনের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অন দিয়ে ছক্কা মারেন কিপার-ব্যাটসম্যান। পরের বলে স্কয়ার কাটে চার মারেন পয়েন্টের সামনে দিয়ে।


promotional_ad

এর আগে প্রথম ওভারের দ্বিতীয় বলে কভার ড্রাইভে চার মেরে দলের রানের খাতা খোলেন তামিম ইকবাল। তবে দ্রুত রান যোগ করতে থাকলেও মার্ক অ্যাডায়ারের বাউন্সারে পুল খেলতে গিয়ে বোল্ড হন লিটন।


সঙ্গী হারানোর পর তিনে নামা শান্তকে নিয়ে তামিম একটু দেখে খেললেও ম্যাকব্রাইনের বলে স্লিপে ক্যাচ দিয়ে বসেন শান্ত। ৪ রানে তিনি বিদায় নেন। তবে মুশফিককে নিয়ে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন তামিম। তাদের ব্যাটে দল পৌঁছে যায় একশো'র ঘরে। 


জয়ের প্রহর গুনতে থাকা বাংলাদেশের পক্ষে একটু আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট ছুঁড়ে দেন তামিম। বেন হোয়াইটকে উইকেট নিয়ে ৩১ রানে আউট হন তামিম। এরপর ক্রিজে নামা মুমিনুল হক জীবন পান স্টাম্পিংয়ে। তবে মুশফিকের সঙ্গে জুটি বেধে দলকেও এগিয়ে নিতে থাকেন তিনি। মাঝে জয়ের খুব কাছে গিয়ে হাফ সেঞ্চুরি পূরণ করেন মুশফিক। সঙ্গে বাংলাদেশের ৭ উইকেটের জয়ও নিশ্চিত করেন তিনি। 


সংক্ষিপ্ত স্কোর-


আয়ারল্যান্ড (প্রথম ইনিংস)- ২১৪/১০ (৭৭.২ ওভার) (ট্যাক্টর ৫০, টাকার ৩৭; তাইজুল ৫/৫৮)


বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৩৬৯ অল আউট (৮০.৩ ওভার) (মুশফিক ১২৬, সাকিব ৮৭, মিরাজ ৫৫*; ম্যাকব্রাইন ৬/১১৮)


আয়ারল্যান্ড (দ্বিতীয় ইনিংস)- ২৯২ অল আউট (১১৬ ওভার) (টাকার ১০৮, ম্যাকব্রাইন ৭২; তাইজুল ৪/৯০, এবাদত ৩/৩৭)


বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১৩৮/৩ (২৭.১ ওভার) (মুশফিক ৫১*, তামিম ৩১) (ম্যাকব্রাইন ১/৫২) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball