promotional_ad

মন তো চায় ৫০০-৬০০ উইকেট নেই: তাইজুল

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আয়ারল্যান্ডকে ২১৪ রানে গুটিয়ে দেয়ার পেছনে অন্যতম বড় অবদান তাইজুল ইসলামের। বাঁহাতি এই স্পিনার এদিন ৫ উইকেট তুলে নেয়ার সঙ্গে আইরিশদের কঠিন পরীক্ষা নিয়েছেন। ক্যারিয়ারের ১১তম পঞ্চম উইকেট পাওয়ার দিন সংবাদ সম্মেলনে তাইজুল জানিয়েছেন, ক্যারিয়ার শেষে নামের পাশে ৫০০-৬০০ উইকেট দেখতে চান।


এদিন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছয়জন জেনুইন বোলার নিয়ে খেলতে নামে বাংলাদেশ। তবে সবাইকে ছাপিয়ে তাইজুল তুলে নেন ৫ উইকেট ও মেহেদি হাসান মিরাজ শিকার করেন ৩টি। এছাড়া দুই পেসার শিকার করেন একটি করে উইকেট।


promotional_ad

প্রথম সেশনের ঠিক আগে চমৎকার এক ট্যাক্টর ও ক্যাম্ফারের জমে যাওয়া জুটি ভেঙে দেন তাইজুল। এরপর দ্বিতীয় সেশন শেষ হওয়ার ঠিক আগে আইরিশ শিবিরে জোড়া আঘাত হানেন এই স্পিনার। এরপর শেষ সেশনে আরও শিকার ক??েন ২ উইকেট।


মোট ৫ উইকেট নিয়ে এখন দেশের হয়ে লাল বলে ১১ বার ফাইফার নেয়ার কীর্তি তাইজুলের। সবচেয়ে বেশি এই তালিকায় আছেন সাকিব আল হাসান, ১৯ বার ও তিনে থাকা মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ৯ বার।


৫৮ রানে ৫ উইকেট নেয়ার পর তাইজুল জানিয়েছেন, কোথায় ক্যারিয়ার শেষ করতে চান। তাইজুলের ভাষায়, 'মন তো চায়, ৫০০-৬০০ উইকেট নেই। বয়স হইছে বুড়া হয়ে যাই নাই তো (হাসি)।’


পুরো দিনটিই হতে পারতো বাংলাদেশের। কিন্তু দিনের শেষ বলে তামিম ইকবালের ফেরা কিছুটা হলেও অস্বস্তিতে রাখল স্বাগতিকদের। ২ উইকেটে ৩৪ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ পিছিয়ে ১৮০ রানে। তাইজুলের ৫ উইকেটের দিনে আইরিশরা অল আউট হয়েছে ২১৪ রানে। ৫৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন এই স্পিনার।


নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুর ওভারেই নাজমুল হোসেন শান্তকে হারিয়ে বসে বাংলাদেশ। মার্ক অ্যাডায়ারের বল খোঁচা মারতে গিয়ে ইনসাইড এজে বোল্ড হন এই ওপেনার। তবে এরপর মুমিনুল হককে নিয়ে লড়াই চালালেও দিনের শেষ বলে তামিমকে বিদায় করেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ৩৬ বলে ২১ রান করে তিনি ফিরলেও ১২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন মুমিনুল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball