promotional_ad

ঢাকা টেস্টে অনিশ্চিত তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্কোয়াডে থাকলেও আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে তামিম ইকবাল খেলবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। ছেলে আরহাম ইকবাল অসুস্থ হওয়ায় আপাতত পরিবারের সঙ্গে রয়েছেন বাঁহাতি এই ওপেনার। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।


সবশেষ জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তামিম। এরপর সাদা পোশাকের ক্রিকেটে খেলা হয়নি তার। ডিসেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজ হলেও চোটের কারণে খেলতে পারেন তিনি।


promotional_ad

চোট কাটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠের ক্রিকেটে ফেরেন তামিম। খুলনা টাইগার্সের হয়ে মৌসুমটা ভালোই কেটেছে বাঁহাতি এই ওপেনারের। এরপর খেলেছেন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ।


আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে লম্বা সময় পর সাদা পোশাকের দলে ফেরেন তামিম। অনুমেয়ভাবেই বাংলাদেশের হয়ে ওপেন করার কথা রয়েছে। তবে হঠাৎ ছেলে আরহাম অসুস্থ হওয়ায় তিনি খেলবেন কিনা সেটা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।


এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘তামিম ইকবালের পরিবারে তার ছেলে খুব অসুস্থ। তাকে নিয়ে সে ব্যস্ত আছে। শেষ মুহূর্তে সে খেলবে কিনা আমরা নিশ্চিত নই। কিন্তু আমরা আশা করি হয়ত খেলবে।’


এদিকে চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। সাইড স্ট্রেইনের চোটে চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন ডানহাতি এই পেসার। তার বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত করা হয়েছে রেজাউর রহমান রাজাকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball