promotional_ad

বাংলাদেশ সিরিজ বাতিল হওয়ায় টেস্ট খেলতে শ্রীলঙ্কায় যাবেন স্টার্লিং

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের স্কোয়াডে পল স্টার্লিংয়ের নাম যোগ করা হয়েছে। মূলত আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজটি বাতিল হওয়ার কারণেই সেই সময়টায় শ্রীলঙ্কায় টেস্ট খেলতে পাঠানো হচ্ছে স্টার্লিংকে।


আগামী ২৪-২৮ এপ্রিল শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গল টেস্ট। এই ম্যাচের জন্য আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। এবার সেখানে যুক্ত হলো স্টার্লিংয়ের নাম। দলে স্টার্লিংকে সংযুক্ত করার ব্যাপারে বিবৃতি দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট।


promotional_ad

তিনি বলেন, 'শ্রীলঙ্কায় শুধুমাত্র ওয়ানডে সিরিজ খেলার জন্য যাওয়ার কথা ছিল পলের (স্টার্লিং)। কিন্তু সেখানে আমরা এখন টেস্ট খেলব। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজটি বাতিল হওয়ায় সে লাল বলের ক্রিকেটে মনোযোগ দেবে। দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য সে স্কোয়াডে যোগ দেবে।'


শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ এপ্রিল। সেই ম্যাচটিতে অবশ্য খেলা হবে না স্টার্লিংয়ের।


আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত তিনটি টেস্ট খেলেছে আয়ারল্যান্ড। সবগুলো ম্যাচেই খেলেছেন স্টার্লিং। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি খেলা হবে না তার।


শ্রীলঙ্কার বিপক্ষে আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াড- অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, মুরে কমিন্স, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্প্রেইস, টম মায়েস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, জেমস ম্যাককলাম, পল স্টার্লিং*, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার এবং বেন হোয়াইট।


* শুধুমাত্র দ্বিতীয় টেস্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball