promotional_ad

বিজয়ের সেঞ্চুরির পর রিপন-রাকিবুলের বোলিংয়ে জিতল আবাহনী

ওয়ালটন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৮০ রানে অপরাজিত ছিলেন এনামুল হক বিজয়। মাত্র ১২৭ রান তাড়া করতে নামায় সেঞ্চুরিটা পাওয়া হয়নি ডানহাতি এই ওপেনারের। তবে পরের ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি করেই মাঠ ছাড়লেন বিজয়। আবাহনীর এই ব্যাটারের সেঞ্চুরির পর বোলিং নৈপুণ্য দেখিয়েছেন রিপন মণ্ডল ও রাকিবুল হাসান। দলীয় পারফরম্যান্সে ঢাকা লেপার্ডসের সঙ্গে ৫৪ রানের জয় পেয়েছে আবাহনী।


বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর গ্রাউন্ডে জয়ের জন্য ২৬৭ রান তাড়া করতে নেমে খানিকটা সাবধানী শুরু করেন লেপার্ডসের দুই ওপেনার পিনাক ঘোষ ও মোহাম্মদ জসিম উদ্দীন। পঞ্চম ওভারে তাদের দুজনের উদ্বোধনী জুটি ভাঙেন মোহাম্মদ সাইফউদ্দিন। ডানহাতি এই পেসারের বলে মিড অনে তানভির ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৮ রান করা জসিম উদ্দীন।


promotional_ad

পাওয়ার প্লেতে আর কোনো উইকেট হারায়নি লেপার্ডস। তবে প্রথম ১০ ওভারে প্রত্যাশিত রান তুলতে পারেনি তারা। যেখানে লেপার্ডসের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৬ রান। এরপর অবশ্য পিনাক ও জেম মিলে দলকে পথ দেখাতে থাকেন। তবে দ্রুত রান তুলতে পারেননি জেম। তানভিরের বলে মিড উইকেটে মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ২৭ বলে করেছেন ১০ রান।


এদিন শুরু থেকেই দারুণ ব্যাটিং করেছেন পিনাক। রাকিবুলের বলে ফাইন লেগ দিয়ে চার মেরে ৬৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন লেপার্ডসের এই ওপেনার। হাফ সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ ব্যাটিং করার সুযোগ হয়নি তার। দানিশ আজিজের বলে রির্টায়ার্ট হার্ট হয়ে সাজঘরে ফিরতে হয় ৫২ রানের ইনিংস খেলা পিনাক।


এরপর আর কেউই সেভাবে লেপার্ডসকে জয়ের আশা দেখাতে পারেননি। আল ইমরানের ২৯, অধিনায়ক মঈন খানেরে ৩১ ও দেলোয়ার হোসন ১৯ রানের ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ৭ বল বাকি থাকতে লেপার্ডস অল আউট হয় ২১২ রানে। আবাহনীর হয়ে রিপন-রাকিবুল তিনটি ও সাইফউদ্দিন দুটি উইকেট নিয়েছেন।


এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৬ রান তোলে আবাহনী। দলের সর্বোচ্চ ১০৭ রানের ইনিংস খেলেছেন বিজয়। এবারের আসরে যা তার দ্বিতীয় সেঞ্চুরি। এ ছাড়া নাইম শেখের ব্যাট থেকে এসেছে ৫৭ রান। লেপার্ডসের হয়ে দুটি উইকেট নিয়েছেন দেলোয়ার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball