আইপিএল

মুস্তাফিজবিহীন দিল্লির ম্যাচে ওয়ার্নার কেবল ব্যবধানই কমালেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 00:05 রবিবার, 02 এপ্রিল, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ম্যাচের সকাল ৮ টায় চার্টার্ড বিমানে করে ভারত পৌঁছে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগ দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। অ্যানরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিদিদের অনুপস্থিতিতেও একাদশে সুযোগ মেলেনি তার। বাঁহাতি এই পেসার না থাকার ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে ৫০ রানে হেরেছে দিল্লি। এদিন অধিনায়ক ডেভিড ওয়ার্নার হাফ সেঞ্চুরি করলেও এক মুহূর্তের জন্যও দলকে জয়ের আশা দেখাতে পারেননি। বাঁহাতি এই ওপেনারের ৫৬ রানের ইনিংস কেবল দিল্লির হারের ব্যবধানই কমিয়েছে।

লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে জয়ের জন্য ১৯৪ রান তাড়া করতে নেমে ভালো শুরুই আভাস দিয়েছিল দিল্লি। প্রথম চার ওভারে ৪০ রান তোলা নিজেদের প্রথম উইকেট হারায় পঞ্চম ওভারে এসে। বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই পৃথ্বী শ’কে ফেরান মার্ক উড। ডানহাতি এই পেসারের গতিময় ডেলিভারিতে বোল্ড হন তরুণ এই ওপেনার।

পরের বলে আউট হয়েছেন মিচেল মার্শ। উডের বলে গোল্ডেন ডাক মেরেছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। পাওয়ার প্লে শেষ হওয়ার পর আউট হয়েছেন সরফরাজ খানও। দিল্লির এই উইকেটকিপার ব্যাটারকেও আউট করেছেন উড। পঞ্চাশের আগে তিন উইকেট হারানোর পর দিল্লিকে টেনে তোলার চেষ্টা করেন রাইলি রুশো।

পাঁচে নেমে শুরুটাও ভালো করেছিলেন সাউথ আফ্রিকার এই ব্যাটার। তবে তাকে বেশিক্ষণ টিকতে দেননি রবি বিষ্ণই। ডানহাতি এই লেগস্পিনারের লেগ স্টাম্পের ডেলিভারিতে মেয়ার্সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২০ বলে ৩০ রান করা রুশো। এরপর রভম্যান পাওয়েল কিংবা অক্ষর প্যাটেলরা কেউই টিকতে পারেননি।

শেষ দিকে এসে ধীরগতির ব্যাটিংয়ে ৪৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। বাঁহাতি এই ওপেনার শেষ পর্যন্ত আউট হয়েছেন ৪৮ বলে ৫৬ রানের ইনিংস খেলে। তবুও দিল্লিকে জেতাতে পারেননি তিনি। ৯ উইকেট হারিয়ে দিল্লি ১৪৩ রান তোলে। লক্ষ্ণৌর হয়ে উড একাই ৫ উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে চতুর্থ ওভারেই লোকেশ রাহুলকে হারায় লক্ষ্ণৌ। পাওয়ার প্লেতে সুবিধা করতে না পারলেও পরবর্তীতে সেই ঘাটতি পূরণ করেছেন কাইল মেয়ার্স। দিল্লির বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার। তাকে সঙ্গ দিলেও ইনিংস বড় করতে পারেননি দীপক হুডা। কুলদীপ যাদবের বলে আউট হওয়ার আগে করেছেন মোটে ১৭ রান।

পরের ওভারে আউট হয়েছেন মেয়ার্সও। ক্যারিবীয় এই ব্যাটারের তাণ্ডব থামান অক্ষর প্যাটেল। ২৫ বলে হাফ সেঞ্চুরি করা মেয়ার্স শেষ পর্যন্ত আউট হয়েছেন ৩৮ বলে ৭৩ রানের ইনিংস খেলে। শেষ দিকে নিকোলাস পুরানের ২১ বলে ৩৬ আর আয়ুষ বাদোনির ৭ বলে ১৮ রানের ক্যামিওতে ১৯৩ রান তোলে লক্ষ্ণৌ। দিল্লির হয়ে দুটি করে উইকেট নিয়েছেন খলিল আহমেদ ও চেতন সাকারিয়া।