Connect with us

আইপিএল

আইপিএল খেলতে চার্টার্ড বিমানে ভারত গেলেন মুস্তাফিজ


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

দ্বিতীয় টি-টোয়েন্টি খেলেই সাকিব আল হাসানের সঙ্গে ঢাকায় ফিরেছিলেন মুস্তাফিজুর রহমান। ভারত যাবার সকল কাগজ পত্রের কাজ শেষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে চট্টগ্রামে আবারও বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন বাঁহাতি এই পেসার। 

শেষ ম্যাচে একাদশে না থাকলেও দলের সঙ্গেই চট্টগ্রামে ছিলেন মুস্তাফিজ। টি-টোয়েন্টি সিরিজ শেষে রাতেই সাকিব, নাজমুল হাসান পাপন, রনি তালুকদার ও মেহেদি হাসান মিরাজদের সঙ্গে ঢাকায় ফেরেন তিনি। রাতে ঢাকায় ফিরে সকালেই ভারতের বিমান ধরেছেন বাংলাদেশের এই পেসার।

সকাল ৮ টায় দিল্লির পাঠানো চার্টার্ড বিমানে করে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুস্তাফিজ। এদিন রাতেই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে খেলার সম্ভাবনাও রয়েছে বাঁহাতি এই পেসারের।

দিল্লির বিদেশি পেসার হিসেবে স্কোয়াডে রয়েছেন অ্যানরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিদি। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে আইসিসির ওয়ানডে সুপার লিগের ম্যাচ থাকায় এখনও দিল্লির ক্যাম্পে যোগ দেননি সাউথ আফ্রিকার এই দুই পেসার। ফলে একাদশে বিদেশি পেসার হিসেবে দেখা যেতে পারে মুস্তাফিজকে।



এদিকে মুস্তাফিজ ছাড়াও আইপিএলের এবারের আসরে দেখা যাবে লিটন দাস ও সাকিবকে। বাংলাদেশের এই দুই ক্রিকেটার খেলবেন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। যদিও টুর্নামেন্টের শুরু থেকে তাদের দুজনকে পাচ্ছে না দুইবারের চ্যাম্পিয়নরা। 

পুরো টুর্নামেন্টের অনাপত্তি পত্র (এনওসি) চাইলেও সাকিব ও লিটনকে সেটা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেই ভারত যেতে হবে তাদেরকে। মুস্তাফিজ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেয়ায় শুরু থেকেই দিল্লির দলের সঙ্গে থাকার সুযোগ পেলেন। 

সর্বশেষ

৮ জুন, বৃহস্পতিবার, ২০২৩

মিরপুরে দলের সঙ্গে অনুশীলনে সাকিব

৭ জুন, বুধবার, ২০২৩

বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিবি

৭ জুন, বুধবার, ২০২৩

ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব ফিরিয়ে দিতে খারাপও লাগে তাসকিনের

৭ জুন, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরলেন ব্রড

৭ জুন, বুধবার, ২০২৩

১৬ ওভারে ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা

৭ জুন, বুধবার, ২০২৩

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল

৭ জুন, বুধবার, ২০২৩

যেখানে ব্যাটিং করি সেখানে নিজের বলতে কিছু থাকে না: মোসাদ্দেক

৭ জুন, বুধবার, ২০২৩

অবসর ভেঙে অ্যাশেজে মঈন

৭ জুন, বুধবার, ২০২৩

কিং-চার্লসের ঝড়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

৭ জুন, বুধবার, ২০২৩

এফটিপির বাইরে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চায় ইংল্যান্ড!

আর্কাইভ

বিজ্ঞাপন