promotional_ad

সফল উদ্বোধনী জুটির নেপথ্যে লিটনের, 'পার্টনার বদলে গেছে'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি দল থেকে তামিম ইকবাল সরে যাওয়ার পর কখনই নির্ধারিত কোনো সঙ্গী পাননি লিটন দাস। কখনও নাইম শেখ, কখনও সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছেন তিনি। কখনওবা নাজমুল হোসেন শান্ত অথবা মুনিম শাহরিয়ারকে সঙ্গী হিসেবে দেখা গেছে তার সঙ্গে।


ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই লিটনের সঙ্গে ওপেনিং করছেন রনি তালুকদার। দুজনের জুটিটাও জমছে বেশ। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে রনির সঙ্গে লিটনের জুটি ছিল ৩৩, ১৬ ও ৫৫ রানের। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে বিস্ফোরক শুরু করেছেন লিটন ও রনি।


প্রথম টি-টোয়েন্টিতে ৯১ রান করলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে তারা করেন ১২৪ রান। এই জুটির ব্যাটে ভর করে বাংলাদেশ শেষ পর্যন্ত সংগ্রহ করেছিল ২০২ রান। এরপর সাকিবের ৫ উইকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। কীভাবে লিটনদের ওপেনিংয়ের মানসিকতা বদলে গেল?


promotional_ad

সংবাদ সম্মেলনেও এমন প্রশ্নের উত্তর দিতে হয়েছে লিটনকে। এই ডানহাতি ব্যাটার জানিয়েছেন, ওপেনিংয়ের পার্টনারের বদলেই বদলে গেছে তাদের ব্যাটিং। অবশ্য পুরোনো প্রসঙ্গ টেনে আনায় কিছুটা বিরক্ত হয়েছেন এই ওপেনার। 


কিছুটা চটে গিয়ে উত্তরে লিটন বলেছেন, 'পার্টনার বদলে গেছে, হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে আপনারা যেকোনো সময় যখন প্রশ্ন করেন, পেছনের কথা কেন টানেন সবসময়। নতুন যে জিনিস ভালো হচ্ছে, সেটা কী ভালো লাগছে না। দুই বছর, এক বছর...অতীত টানার তো কোনো দরকার নেই। এখন ভালো খেলতেছি, এই পার্টনার কতটা যেতে পারে দেখি।'


ইনিংসের দশম ওভারে বেন হোয়াইটের বলে ছক্কা মারতে গিয়ে লং অনে ক্যাচ আউট হন রনি তালুকদার। সেই সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১২৪ রান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের এটা দ্বিতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড। সেই সঙ্গে ওপেনিংয়ের জুটিতে বাংলাদেশের এটাই ইতিহাস সেরা টি-টোয়েন্টিতে।


লিটন এদিন মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ভেঙে দিয়েছেন মোহাম্মদ আশরাফুলের ১৬ বছর আগের রেকর্ড। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। এদিন বাংলাদেশের দলীয় হাফ সেঞ্চুরি পূরণ হয়েছে মাত্র ২১ বলে। এটাও দেশের দ্রুততম।


উইকেটে গিয়েই শুরু থেকে মারার লাইসেন্স পেয়ে বেশ উপভোগ করছেন লিটন। তিনি বলেন, 'যে স্টার্ট আমরা দিয়েছি...আমার মনে হয় উদ্বোধনী জুটিতে এটাই টি-টোয়েন্টিতে বোধ হয় সর্বোচ্চ। এর থেকে তো বড় কিছু হতে পারে না। কিন্তু ব্যাক টু ব্যাক প্রতিটা ম্যাচেও আপনি এ সাফল্য পাবেন না। যে যাবো আর হিট করবে। বাজে সময় আসবেই। তবে ব্যাটিং করে অনেক মজা পাচ্ছি আর কী তার সঙ্গে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball