আইসিসি র্যাঙ্কিং
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রশিদ খান

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে আফগানিস্তান। এই সিরিজে বেশ ভালো বোলিং করেছেন রশিদ খানও। ৩ ম্যাচে ৩ উইকেট নিলেও বল হাতে বেশ মিতব্যয়ী ছিলেন তিনি। এর ফলে র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছেন তিনি।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন রশিদ। এক নম্বরে ওঠার পথে তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। এর আগে ২০১৮ সালে টি-টোয়েন্টির বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছিলেন রশিদ।

রশিদ বর্তমানে ৭১০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন। তার চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে হাসারাঙ্গা। র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন রশিদের সতীর্থ ফজলহক ফারুকি। তিনি ১২ ধাপ উন্নতি করেছেন। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের সেরা বোলার ছিলেন তিনি।

তিন ম্যাচে ৪.৭৫ ইকোনোমিতে তার ঝুলিতে গেছে ৫ উইকেট। শীর্ষ দশে আছেন আফগানিস্তানের আরেক স্পিনার মুজিব উর রহমান। তিনি আছেন আট নম্বরে। পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন আফগানিস্তানের এই স্পিনার।

আফগানস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলেননি পাকিস্তানের নিয়মিত অধিনায়ক বাবর আজম। তিনি এক ধাপ নিচে নেমে গেছেন। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে আছেন বাবর। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শাদাব খানের। তিনি ৮ ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠে এসেছেন।
এদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে সাউথ আফ্রিকান ব্যাটার রাইলি রুশোর। তিনি দুই ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ২১ বলে ৪২ রানের ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে এই উন্নতি করেছেন তিনি।