Connect with us

ভারতীয় ক্রিকেট

পূজারাকে অস্ট্রেলিয়ানরা ঘৃণা করতে ভালোবাসে: হ্যাজেলউড


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট ক্রিকেটে বেশ কয়েক বছর ধরেই ভারতের আস্থার প্রতীক হয়ে আছেন চেতেশ্বর পূজারা। ঘরের মাঠে বা দেশের বাইরে পূজারার ওপর ভারতের নির্ভরশীলতাই এর প্রমাণ। অস্ট্রেলিয়ার বিপক্ষেও দারুণ সফল ভারতের এই টপ অর্ডার ব্যাটার। এ কারণে অস্ট্রেলিয়ান বোলারদের চক্ষুশূলও তিনি! জস হ্যাজেলউড জানিয়েছেন এমনটাই।

টেস্ট ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই হাজার ৩৩ রান করেছেন এই ফরম্যাটে সাত হাজারের বেশি রান করা পূজারা। গড় পঞ্চাশেরও বেশি (৫০.৮২)। শেষবারের বোর্ডার-গাভাস্কার সিরিজে ঘরের মাঠে ভারত জিতে ২-১ ব্যবধানে।

ইনজুরির কারণে সেই সিরিজটিতে অবশ্য খেলেননি হ্যাজেলউড। পূজারার বিপক্ষে অতীত অভিজ্ঞতাই উঁকি দিচ্ছে তার মনে। পূজারার উইকেট প্রাপ্তিকে বোলারদের জন্য অনেক বড় অর্জন মনে করছেন অস্ট্রেলিয়ার এই পেসার।

হ্যাজেলউড বলেন, 'সে (পূজারা) এমন একজন যার বিপক্ষে আমি কিছুটা ভুগেছি। বিশেষ করে বলতে গেলে অস্ট্রেলিয়াতে। সে এমন একজন যাকে অস্ট্রেলিয়ানরা ঘৃণা করতে ভালোবাসে। তবে সে অসাধারণ একজন ক্রিকেটার।'



'আমার মনে হয় এটাই টেস্ট ক্রিকেটের অংশ। যখন আপনি তাকে আউট করতে পেরেছেন, তখন আপনি কিছু অর্জনও করতে পেরেছেন। বোলারদের জন্য এটা রোমাঞ্চকর একটি মুহূর্ত। যখনই তার উইকেট পাবেন, বুঝতে হবে আপনি এটার পেছনে অনেক কষ্ট করেছেন।'

শেষবারের বোর্ডার-গাভাস্কার সিরিজে আশানরুপ পারফর্ম করতে পারেননি পূজারা। যদিও স্পিন উইকেটে তার ইনিংসগুলো বেশ কার্যকরী ছিল ভারতের জন্য। ছয় ইনিংস ব্যাটিং করে ১৪০ রান করেন তিনি। হাফ সেঞ্চুরি করেন একটি। সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন ইন্দোর টেস্টে।

সর্বশেষ

৭ জুন, বুধবার, ২০২৩

বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিবি

৭ জুন, বুধবার, ২০২৩

ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব ফিরিয়ে দিতে খারাপও লাগে তাসকিনের

৭ জুন, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরলেন ব্রড

৭ জুন, বুধবার, ২০২৩

১৬ ওভারে ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা

৭ জুন, বুধবার, ২০২৩

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল

৭ জুন, বুধবার, ২০২৩

যেখানে ব্যাটিং করি সেখানে নিজের বলতে কিছু থাকে না: মোসাদ্দেক

৭ জুন, বুধবার, ২০২৩

অবসর ভেঙে অ্যাশেজে মঈন

৭ জুন, বুধবার, ২০২৩

কিং-চার্লসের ঝড়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

৭ জুন, বুধবার, ২০২৩

এফটিপির বাইরে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চায় ইংল্যান্ড!

৭ জুন, বুধবার, ২০২৩

১০ বছর ধরে ট্রফিহীন ভারত, দ্রাবিড় বলছেন চাপ নেই

আর্কাইভ

বিজ্ঞাপন