promotional_ad

ক্যারিবিয়ানদের সিরিজ জেতালেন শেফার্ড-জোসেফ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ জেতালেন রোমারিও শেফার্ড এবং আলজারি জোসেফ। এই দুজনের অসাধারণ পারফরম্যান্সে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৭ রানে জিতেছে ক্যারিবিয়ানরা। ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা।


টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২২০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জোহানেসবার্গে টস হেরে ব্যাটিংয়ে নেমে কাইল মেয়ার্স ও ব্র্যান্ডন কিংয়ের ঝড়ে উড়ন্ত সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৩ ওভারেই দলটি তোলে ৩৮ রান।


পরের ওভারে দলীয় ৩৯ রানের সময় আসে ছন্দপতন। বোলিংয়ে এসে কাগিসো রাবাদা পরপর দুই বলে বোল্ড করে দেন ১০ বলে ১৭ করা মেয়ার্স এবং জনসন চার্লসকে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান চার্লস এই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি।


promotional_ad

উইকেটে নেমেই উড়ন্ত সূচনা করেন নিকোলাস পুরান। বিজন ফোরটানের একই ওভারে তিনটি ছক্কা মারেন তিনি। দলীয় ৯৪ রানে আবার উইকেট হারায় ক্যারিবিয়ানরা। কিংকে (২৫ বলে ৩৬) বোল্ড করে ৫৫ রানের জুটি ভাঙেন লুঙ্গি এনগিডি।


পরের দুই ওভারেও নিয়ন্ত্রণ ধরে রাখে সাউথ আফ্রিকা। রভম্যান পাওয়েল এবং পুরানকে বিদায় করে তারা ১৯ বলে ৪১ রান করেন পুরান। আর ৪ বলে ১১ রান করে এইডেন মার্করামের বলে বোল্ড হন পাওয়েল। ১৮ বলে ২৭ রান তুলে ফিরে যান রেইমন রেইফারও।


১৬তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৮ উইকেটে ১৬১। সেখান থেকে দলকে দুইশ পার করান শেফার্ড এবং জোসেফ। এই দুজনের অবিচ্ছিন্ন নবম উইকেট জুটিতে ৫৯ রান আসে মাত্র ২৬ বলে। জোসেফ করেন ৯ বলে ১৪ এবং শেফার্ড করেন ২২ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ৪৪ রান।


লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ২ ওভারে মাত্র ৭ রান নেয় প্রোটিয়ারা। যদিও চার ওভারের মধ্যেই ৩০ রান পার করে দলটি। ২১ বলে ২১ রান করে ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডি কক।


তার উইকেটটি নেন জোসেফ। তারপর ৮০ রানের জুটি গড়েন রাইলি রুশো এবং রিজা হেনড্রিকস। দলীয় ১১২ রানে বিদায় নেন রাইলি রুশো। জেসন হোল্ডারের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ২১ বলে ৪২ রান তুলে ফিরে যান তিনি।


এরপর থেকে রান পেলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় সাউথ আফ্রিকা। ছয় উইকেটে ২১৩ রান করে থামে দলটি। হেনড্রিকসের ব্যাটে আসে ইনিংস সর্বোচ্চ ৮৩ রান। ৪৪ বলে খেলা ইনিংসে ছিল ১১টি চার ও দুটি ছক্কার মার।


১৮ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন মার্করাম। শেষ ৫ ওভারে সাউথ আফ্রিকার দরকার ছিল ৬৫ রান। হেনড্রিকস একা লড়লেও বাকিরা পরিস্থিতির দাবি মেটাতে পারেননি। শেষ ওভারে ২৬ রান দরকার ছিল প্রোটিয়াদের। মার্করামের চেষ্টায় যেখানে তারা নিতে পেরেছে ১৮ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪০ রান খরচায় পাঁচ উইকেট নেন জোসেফ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball