promotional_ad

১৬৩ রান তাড়া করতেও ৪৫ ওভার খেললো সিটি ক্লাব

ওয়ালটন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রাফসান আল মাহমুদ ও আসিফ হাসানের আঁটসাঁট বোলিংয়ে ঢাকা লেপার্ডসে মাত্র ১৬২ রানে গুঁড়িয়ে দেয় সিটি ক্লাব। ৫০ ওভারে তাদের তাড়া করতে হতো মাত্র ১৬৩ রান। এমন সহজ সমীকরণের ম্যাচ জিততেও ৪৫ ওভার খেলতে হয়েছে তাদের। রায়ান রাফসান রহমান ও শাহরিয়ার কমলের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটের জয় পেয়েছে সিটি ক্লাব।


বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর গ্রাউন্ডে সহজ লক্ষ্য তাড়ায় সাবধানী শুরু করে দুই ওপেনার রায়ান রাফসান ও তৌফিক খান তুষার। পাওয়ার প্লের ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৫ রান তোলে সিটি ক্লাব। যদিও পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারেই উইকেট হারিয়েছে তারা।


promotional_ad

মঈন খানের বলে শর্ট থার্ডম্যানে থাকা সোহেল রানার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তৌফিক। ১৭ রান করা ডানহাতি এই ব্যাটারের বিদায়ে ভাঙে রাফসানের সঙ্গে ৩৫ রানের উদ্বোধনী জুটি। তিনে নামা শাহরিয়ারকে সঙ্গে নিয়ে দারুণ জুটি গড়ে তোলেন রায়ান রাফসান। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরিও তুলে নেন তিনি।


সোহরাওয়ার্দী শুভর বলে এক রান নিয়ে ৮১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন রায়ান রাফসান। যদিও পঞ্চাশ পেরোনার পর বেশিক্ষণ টিকতে পারেননি সিটি ক্লাবের এই ওপেনার। পরের ওভারে চাতুরাঙ্গা ডি সিলভার বলে উড়িয়ে মারতে গিয়ে লং অফে রাকিবুল হাসানের হাতে ধরা পড়েন রায়ান রাফসান। ফলে ৮৩ বলে ৫০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয় তাকে।


চারে নেমে সুবিধা করতে পারেননি মাজ আহমেদ সাদাকাত। ৬ রান করা সিটি ক্লাবের এই ব্যাটার লেগ বিফোর উইকেট হয়েছেন ডি সিলভার বলে। সাদাকাত ফেরার পর হাফ সেঞ্চুরি পেয়েছেন শাহরিয়ার। শুভ বলে এক রান নিয়ে ৯০ বলে পঞ্চাশ ছুঁয়েছেন তিনে নামা এই ব্যাটার। এদিকে পরের ওভারের মঈনকে উইকেট দিয়েছেন রাফসান মাহমুদ।


সিটি ক্লাবকে আর কোনো উইকেট হারাতে দেননি। জয়রাজ শেখকে সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করেন শাহরিয়ার। ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার অপরাজিত ছিলেন ৬৯ রানে। জয়রাজ অপরাজিত ছিলেন ৫ রানে। ঢাকা লেপার্ডসের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মঈন ও ডি সিলভা।


এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৬২ রান তোলে ঢাকা লেপার্ডস। তাদের হয়ে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ জসিম উদ্দিন। এ ছাড়া সোহরাওয়ার্দী ৩০ এবং মঈন ১৮ রান করেছেন। সিটি ক্লাবের হয়ে আসিফ ও রাফসান মাহমুদ তিনটি করে এবং দুটি করে উইকেট নিয়েছেন সাদাকাত ও রবিউল হক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball