আইপিএল

'অলরাউন্ডার' স্টোকসকে পাচ্ছে না চেন্নাই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:17 মঙ্গলবার, 28 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

গত ডিসেম্বরে আইপিএলের নিলাম থেকে ১৬.২৫ কোটি রুপিতে বেন স্টোকসকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। এবারের আসরে শুরু থেকে খেললেও পুরোদস্তর অলরাউন্ডার স্টোকসকে পাচ্ছে না দলটি। এই ইংলিশ অলরাউন্ডার হাঁটুর চোটে ভুগছেন।

এ কারণে এবারের আইপিএলে বোলিং করতে পারবেন না তিনি। স্টোকসের এই চোট বেশ পুরনো। কিন্তু গতমাসে নিউজিল্যান্ড সফরের সময় ছিল আবারও মাথা চাড়া দিয়ে ওঠে সেই পুরনো চোট। এর ফলে দুই টেস্টে মাত্র নয় ওভার বল করেছিলেন তিনি। 

এরপর ওয়েলিংটনে শারীরিক অস্বস্তি নিয়েই ব্যাটিং করতে দেখা গিয়েছিল তাকে। এদিকে আইপিএল খেলতে গত সপ্তাহেই ভারতে পা রেখেছেন স্টোকস। শুক্রবার আহমেদাবাদে আইপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিপক্ষেই মাঠে নামার কথা রয়েছে তার।

স্টোকস অবশ্য নিজের ইনজুরি নিয়ে খোলাসা করেননি কিছুই। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে এই অলরাউন্ডার ব্যথা কমার ইনজেকশন নিয়েছেন আইপিএলে খেলতে। শুধু ব্যাটার হিসেবে খেলার জন্য স্টোকস তৈরি আছেন বলে জানিয়েছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি।

তিনি পিএ নিউজকে বলেছেন, 'আমি বুঝতে পারছি যে সে একজন ব্যাটার হিসেবে শুরু করতে তৈরি। সে কবে বোলিং করবে এটা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে এবং দেখতে হবে। হাঁটুতে ইনজেকশন নেয়ার পর সে গতকাল হালকা বোলিং করেছে।'

স্টোকসের বেশ ভালোভাবেই পর্যবেক্ষণে রাখছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও চেন্নাই দলের চিকিৎসকরা, এমনটাই জানিয়েছেন হাসি। কয়েক সপ্তাহ পর স্টোকসকে বোলিংয়ে দেখা যেতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ।

তিনি বলেন, 'চেন্নাই ও ইসিবির ফিজিওরা একসঙ্গে কাজ করবে তাকে নিয়ে। আমি যতটুকু বুঝতে পেরেছি সে টুর্নামেন্টের শুরুর কিছু ম্যাচে খুব বেশি বোলিং করতে পারবে না। এমনটা কয়েক সপ্তাহ চলতে পারে। আমি শতভাগ নিশ্চিত নই, আশা করছি টুর্নামেন্টের কোনো একটা সময় সে বোলিং করবে।'

আইপিএলের পরই অ্যাশেজের জন্য প্রস্তুতি শুরু করবেন স্টোকস। আসন্ন এই সিরিজের জন্যও তাকে শুভকামনা জানিয়েছেন হাসি। তিনি মনে করেন দারুণ একটি সিরিজ হতে চলেছে অ্যাশেজে। এই সিরিজে পুরো ফিট স্টোকসকেই দেখতে চান তিনি।

তিনি বলেন, 'অ্যাশেজের জন্য পুরো স্টোকসকে চাই আমি। ফ্র্যাঞ্চাইজি খুব পেশাদার। তারা ক্রিকেট বোর্ডের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করে এবং আমি জানি যে আমাদের ফিজিও ইতোমধ্যে ইসিবির ফিজিওর সঙ্গে কাজ শুরু করেছে। আমি অ্যাশেজে তার সেরা ক্রিকেটটা চাই। আমি দুই দলেরই সেরাটা চাই। আমার মনে হয় এটি একটি দুর্দান্ত সিরিজ হবে দেখার জন্য।'