Connect with us

ডিপিএল

তানভির-সাইফউদ্দিন-বিজয়ের নৈপুণ্যে আবাহনীর পাঁচে পাঁচ


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিনদের সম্মিলিত বোলিং আক্রমণ এবং এনামুল হক বিজয়ের হাফ সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে দশ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। প্রিমিয়ার লিগের এই আসরে এখনও হারের মুখ দেখেনি আবাহনী। একটানা পাঁচটি ম্যাচ জিতেছে দলটি। পয়েন্ট তালিকায়ও শীর্ষে আছে তারা।

টস হেরে আগে ব্যাটিং করে ৩৭.২ ওভারে ১২৭ রান তুলে অলআউট হয় রূপগঞ্জ। দলটির বিপক্ষে শুরুতে আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার ইমতিয়াজ হোসেনকে (১) ফেরান তিনি।

সাইফউদ্দিনের করা গুড লেংথের বলে পুল শট খেলতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন ইমতিয়াজ। ক্যাচ ধরতে ভুল করেননি রাকিবুল হাসান। ২২ বলে ১৬ রান করা আরেক ওপেনার ইমরানউজ্জামানকে ফেরান এই রাকিবুলই। লং অনে ক্যাচটি ধরেন তানজিম হাসান সাকিব।

তিনে নামা মুমিনুল হকও সুবিধা করতে পারেননি। ২৬ বলে ১৩ রান করে সাকিবের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে মাঠ ছাড়েন। ৬৬ রানের মধ্যে অঙ্কিত বাওনেকেও বিদায় করেন তানভির।



বোল্ড হওয়ার আগে রূপগঞ্জের ভারতীয় এই রিক্রুট ৩০ বল খেলে করেন ২১ রান। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারায় রূপগঞ্জ। দলটির রান একশ পার হয় নাইম ইসলামের নৈপুণ্যে।

রূপগঞ্জের অধিনায়কের ব্যাটে আসে ৬০ বলে ৩৩ রানের ইনিংস। সাইফউদ্দিনকে পুল শট খেলতে গিয়ে স্কয়ার লেগে মোসাদ্দেক হোসেনের মুঠোয় ধরা পড়ে বিদায় নেন নাইম। শেষ পর্যন্ত ১৯ রানে অপরাজিত থাকেন আলাউদ্দিন বাবু।

আবাহনীর হয়ে ৩৫ রান খরচায় তিন উইকেট নেন তানভির। দুটি করে উইকেট নেন সাইফউদ্দিন, সাকিব এবং রাকিবুল।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.১ ওভারেই জয় তুলে নেয় আবাহনী। দুই ওপেনার বিজয় এবং নাঈম শেখ দল জিতিয়ে মাঠ ছাড়েন। ৬৩ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কায় ৮০ রান করে অপরাজিত থাকেন বিজয়। নাঈমের ব্যাটে আসে ৫২ বলে ৪৩ রানের ইনিংস।

সর্বশেষ

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

আইসিসির মে মাসের সেরার দৌড়ে শান্ত

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

হঠাৎই মিরপুরে সাকিব

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

ইয়র্কশায়ারের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

আইপিএলের টাকা নয়, দেশের হয়ে ১০০ টেস্ট খেলতে চান স্টার্ক

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

পাকিস্তানের ‘হাইব্রিড মডেল’ প্রস্তাবে রাজি নয় বাংলাদেশ-শ্রীলঙ্কা

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

অবসর ভাঙিয়ে মঈনকে অ্যাশেজে ফেরাচ্ছে ইংল্যান্ড!

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

ভারত সিরিজের পর অক্টোবরে বাংলাদেশে আসবে পাকিস্তান

৫ জুন, সোমবার, ২০২৩

ফাইনাল ও অ্যাশেজে অস্ট্রেলিয়ার পরামর্শক অ্যান্ডি ফ্লাওয়ার

৫ জুন, সোমবার, ২০২৩

লাল বলে দিপু-মুশফিককে নিয়ে আশায় বুক বাঁধছেন নান্নু

৫ জুন, সোমবার, ২০২৩

যুক্তরাষ্ট্র থেকে সরে যাচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ!

আর্কাইভ

বিজ্ঞাপন