promotional_ad

তানভির-সাইফউদ্দিন-বিজয়ের নৈপুণ্যে আবাহনীর পাঁচে পাঁচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিনদের সম্মিলিত বোলিং আক্রমণ এবং এনামুল হক বিজয়ের হাফ সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে দশ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। প্রিমিয়ার লিগের এই আসরে এখনও হারের মুখ দেখেনি আবাহনী। একটানা পাঁচটি ম্যাচ জিতেছে দলটি। পয়েন্ট তালিকায়ও শীর্ষে আছে তারা।


টস হেরে আগে ব্যাটিং করে ৩৭.২ ওভারে ১২৭ রান তুলে অলআউট হয় রূপগঞ্জ। দলটির বিপক্ষে শুরুতে আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার ইমতিয়াজ হোসেনকে (১) ফেরান তিনি।


সাইফউদ্দিনের করা গুড লেংথের বলে পুল শট খেলতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন ইমতিয়াজ। ক্যাচ ধরতে ভুল করেননি রাকিবুল হাসান। ২২ বলে ১৬ রান করা আরেক ওপেনার ইমরানউজ্জামানকে ফেরান এই রাকিবুলই। লং অনে ক্যাচটি ধরেন তানজিম হাসান সাকিব।


promotional_ad

তিনে নামা মুমিনুল হকও সুবিধা করতে পারেননি। ২৬ বলে ১৩ রান করে সাকিবের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে মাঠ ছাড়েন। ৬৬ রানের মধ্যে অঙ্কিত বাওনেকেও বিদায় করেন তানভির।


বোল্ড হওয়ার আগে রূপগঞ্জের ভারতীয় এই রিক্রুট ৩০ বল খেলে করেন ২১ রান। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারায় রূপগঞ্জ। দলটির রান একশ পার হয় নাইম ইসলামের নৈপুণ্যে।


রূপগঞ্জের অধিনায়কের ব্যাটে আসে ৬০ বলে ৩৩ রানের ইনিংস। সাইফউদ্দিনকে পুল শট খেলতে গিয়ে স্কয়ার লেগে মোসাদ্দেক হোসেনের মুঠোয় ধরা পড়ে বিদায় নেন নাইম। শেষ পর্যন্ত ১৯ রানে অপরাজিত থাকেন আলাউদ্দিন বাবু।


আবাহনীর হয়ে ৩৫ রান খরচায় তিন উইকেট নেন তানভির। দুটি করে উইকেট নেন সাইফউদ্দিন, সাকিব এবং রাকিবুল।


লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.১ ওভারেই জয় তুলে নেয় আবাহনী। দুই ওপেনার বিজয় এবং নাঈম শেখ দল জিতিয়ে মাঠ ছাড়েন। ৬৩ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কায় ৮০ রান করে অপরাজিত থাকেন বিজয়। নাঈমের ব্যাটে আসে ৫২ বলে ৪৩ রানের ইনিংস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball