সাউথ আফ্রিকা- নেদারল্যান্ডস সিরিজ

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রোটিয়াদের পূর্ণ শক্তির দল ঘোষণা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:15 মঙ্গলবার, 28 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে নিজেদের শেষ দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। দুই দিন পরই নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে দলটি। এই দুটি ম্যাচ জিতলে সরাসরি ২০২৩ বিশ্বকাপ খেলাটা একরকম নিশ্চিত হয়ে যাবে প্রোটিয়াদের। আর তাই এই সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। দলে ফিরেছেন নির্ভরযোগ্য দুই ফাস্ট বোলার আনরিখ নরকিয়া ও কাগিসো রাবাদা।

নিয়ম অনুযায়ী, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ৮টি দল (স্বাগতিক ভারতসহ) সরাসরি খেলবে ২০২৩ বিশ্বকাপে। ইতোমধ্যেই বাংলাদেশসহ ৭টি দল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে।

অবশিষ্ট একটি জায়গা নিয়ে চলছে লড়াই। ৮৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের আগে তাদের সব ম্যাচই শেষ। আর নয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৮২। শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটিতে জিতে যায়, তাহলে তারা টপকাতে পারবে ক্যারিবিয়ানদের।

এই তালিকায় পিছিয়ে থাকলেও সম্ভাবনাময় অবস্থানে আছে সাউথ আফ্রিকা। নেট রান রেটে এগিয়ে দলটি। এ ছাড়া ৭৮ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান ১০ নম্বরে। নেদারল্যান্ডসের সঙ্গে বাকি দুটি ম্যাচ ওভার-রেটের পেনাল্টি ছাড়া জিততে পারলে তারা টপকে যাবে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে। আর আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে আয়ারল্যান্ড অন্তত একটিতে হারলে নিশ্চিতভাবেই সরাসরি বিশ্বকাপে খেলবে সাউথ আফ্রিকা।

সমীকরণে পরিষ্কারভাবে 'এগিয়ে' থাকলেও কোনো প্রকার ঝুঁকি নিতে রাজি নয় সাউথ আফ্রিকার নির্বাচকরা। কেননা এই নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেই গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। সেই ম্যাচের পর এবারই প্রথম ডাচদের মুখোমুখি হচ্ছে দলটি।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউথ আফ্রিকার সবশেষ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে সেঞ্চুরি করে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন অধিনায়ক টেম্বা বাভুমা। দ্রুতই তার ফিটনেস পরীক্ষা করাবে বোর্ড।

সেই সিরিজে বিশ্রামে ছিলেন নরকিয়া এবং রাবাদা। ৩১ মার্চ শুরু হবে আইপিএল। জানা গেছে, দেশের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ দুটি খেলেই আইপিএলে যাবেন এই দুজনসহ সাউথ আফ্রিকার অন্যান্য ক্রিকেটাররা।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দুটি মূলত ২০২১ সালে স্থগিত হওয়া সিরিজের অংশ। সেবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর সাউথ আফ্রিকায় করোনার প্রকোপ বেড়ে গেলে স্থগিত হয়ে যায় শেষ দুটি ম্যাচ। এবার নতুন সূচিতে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

সাউথ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়ন ফোরটুন, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হ্যানরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আনরিখ নরকিয়া, ওয়েইন পার্নেল, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি এবং রাসি ভ্যান ডার ডাসেন।