Connect with us

এশিয়া কাপ

‘হারার ভয়ে পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না ভারত’


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হলেও বাবর আজমদের দেশে খেলতে যাবে না ভারত। মূলত নিরাপত্তা ইস্যুতে বিরাট কোহলি-রোহিত শর্মাদের পাকিস্তানে পাঠাবে না ভারত। ইমরান নাজির মনে করেন, নিরাপত্তার ইস্যু কেবলই অজুহাত। হারার ভয়ে ভারত পাকিস্তানে খেলতে যাবে না বলে দাবি করেছেন পাকিস্তানের এই ব্যাটার।

এফটিপি অনুযায়ী, ২০২৩ সালে পাকিস্তানে হওয়ার কথা এশিয়া কাপের এবারের আসর। তবে মাস কয়েক আগে বিসিসিআইয়ের সচিব ও এসিসির সভাপতি জানান, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। ফলে নিরপেক্ষ ভেন্যুতে হবে ৫০ ওভারের টুর্নামেন্টটি।

যদিও সেই সিদ্ধান্তে খানিকটা বদল এসেছে। ইএসপিন ক্রিকইনফোর দাবি, পাকিস্তানের মাটিতেই হবে এবারের এশিয়া কাপ। তবে ভারতের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কা, ওমান, সংযুক্ত আরব আমিরাত কিংবা ইংল্যান্ডের মতো নিরপেক্ষ ভেন্যুতে। এমনকি ভারত-পাকিস্তানের দ্বৈরথও হতে নিরপেক্ষ ভেন্যুতে।

এমনটা হলে নিশ্চিতভাবেই পাকিস্তানে যেতে হচ্ছে না ভারতকে। এদিকে পাকিস্তানের মাটিতে যে নিরাপত্তার কোনো নেই সেটার কথা বলেছেন ইমরান। পাকিস্তানের ব্যাটার উদাহরণ দিতে গিয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পাকিস্তান সফরের কথা বলেছেন। সেই সঙ্গে ভারতকে পাকিস্তানে এসে খেলার আহ্বানও জানিয়েছেন তিনি।



নাদির আলির পডকাস্টে ইমরান বলেন, ‘নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই। আপনি দেখুন, কতগুলো দল পাকিস্তান সফর করেছে। ‘এ’ দলের কথা বাদ দিন। অস্ট্রেলিয়ার মতো দেশ পাকিস্তান সফর করেছে। এসব আসলে কেবলই অজুহাত।’

‘সত্যিটা হচ্ছে, ভারত পাকিস্তানে (এশিয়া কাপ খেলতে) আসবে না কারণ তারা হেরে যাওয়ার ভয় পায়। নিরাপত্তা কেবলই অজুহাত। আপনারা (ভারতকে উদ্দেশ্য করে) আমাদের এখানে আসুন এবং ক্রিকেট খেলুন। আপনি যখন রাজনীতি শুরু করবেন তখন সেখান থেকে ফিরে আসার আর সুযোগ নেই।’

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই রোমাঞ্চ আর উত্তেজনার পারদ চরমে ওঠে। এশিয়া কাপ ও বিশ্বকাপ মিলে গতবার তিনটি ম্যাচ খেলেছে তারা। যেখানে প্রতিটি ম্যাচেই গ্যালারি ছিল দর্শকে ঠাসা। টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মাঝেই তা শেষ হয়েছে। দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখে এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথাও জানিয়েছিল মেলবোর্ন।

যদিও সেই প্রস্তাব ফলপ্রসূ হয়নি। ইমরান মনে করেন সবাই ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখতে চায়। ক্রিকেট বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছে দিতে ভারত-পাকিস্তানের ম্যাচ চান তিনি। ইমরান বলেন, ‘লোকেরা ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলা দেখতে চায়। কারণ এই ম্যাচকে ঘিরে আলাদা উত্তেজনা রয়েছে। সমগ্র বিশ্ব এটা জানে।’

‘এমন কী আমরা ক্রিকেটার হিসেবে মনে করি যে, ক্রিকেট বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছানোর জন্য ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া দরকার। আমরা অনেক ক্রিকেট খেলতাম। ওরা এত ভারসাম্যপূর্ণ, তবে ভারত হার সহ্য করতে পারে না। এটা একটা খেলা। আপনি কিছু ম্যাচ জিতবেন, কিছু হারবেন ‘

সর্বশেষ

৭ জুন, বুধবার, ২০২৩

বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিবি

৭ জুন, বুধবার, ২০২৩

ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব ফিরিয়ে দিতে খারাপও লাগে তাসকিনের

৭ জুন, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরলেন ব্রড

৭ জুন, বুধবার, ২০২৩

১৬ ওভারে ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা

৭ জুন, বুধবার, ২০২৩

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল

৭ জুন, বুধবার, ২০২৩

যেখানে ব্যাটিং করি সেখানে নিজের বলতে কিছু থাকে না: মোসাদ্দেক

৭ জুন, বুধবার, ২০২৩

অবসর ভেঙে অ্যাশেজে মঈন

৭ জুন, বুধবার, ২০২৩

কিং-চার্লসের ঝড়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

৭ জুন, বুধবার, ২০২৩

এফটিপির বাইরে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চায় ইংল্যান্ড!

৭ জুন, বুধবার, ২০২৩

১০ বছর ধরে ট্রফিহীন ভারত, দ্রাবিড় বলছেন চাপ নেই

আর্কাইভ

বিজ্ঞাপন