promotional_ad

দ্য হান্ড্রেডে দল পেলেন না সাকিব-বাবর-রাসেলরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দ্য হান্ড্রেডের সবকটি আসরের ড্রাফটেই নাম দিয়েছিলেন সাকিব আল হাসান। তবে দল পাননি একবারও। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্টের আগামী আসরের ড্রাফটেও ছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ১ লাখ ২৫ হাজার পাউন্ডে সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা এই ক্রিকেটারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কেউ।


সাকিবের মতো এদিন দল পাননি বাংলাদেশের আরও পাঁচ ক্রিকেটার। যে তালিকায় লিটন দাসের সঙ্গে রয়েছেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, সৌম্য সরকার এবং আফিফ হোসেন ধ্রুব। ড্রাফটে লিটনের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৭৫ হাজার পাউন্ড। আফিফ ছিলেন ৪০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে।


promotional_ad

বাকি তিন ক্রিকেটার নাসুম, তাসকিন এবং সৌম্যর ছিল না নির্দিষ্ট কোনো ভিত্তিমূল্য। এদিকে নারী দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম দিয়েছিলেন জাহানারা আলম। বাংলাদেশ থেকে একমাত্র নারী ক্রিকেটার হিসেবে দেয়া জাহানারাকেও দলে নেয়ার আগ্রহ প্রকাশ করেনি কেউ। 


সাকিব-লিটন ছাড়াও এদিন ড্রাফটে দল পাননি বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। সাকিবের সঙ্গে বড় নাম হিসেবে ছিলেন ট্রেন্ট বোল্ট, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও রাইলি রুশো। তাদের কেউই দল পাননি এবারের আসরের। 


ড্রাফট শুরুর আগে বিদেশি ক্রিকেটারদের নিয়ে একটা ফ্যান পোল তৈরি করেছিল দ্য হান্ড্রেড কতৃপক্ষ। যেখানে প্রশ্ন করা হয়েছিল কাকে দ্য হান্ড্রেডে দেখতে চান। এমন পোলে সবচেয়ে বেশি ২৫ শতাংশ ভোট পেয়েছিলেন বাবর। তবে পাকিস্তানের অধিনায়ককে পেতে আগ্রহ দেখায়নি কোনো দল।


বাবর অবিক্রিত থাকলেও দ্য হান্ড্রেডে দল পেয়েছেন শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও ইহসান উল্লাহ। কদিন আগে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল শিরোপা জেতা শাহীন  আফ্রিদি ও হারিস খেলবেন ওয়েলস ফায়ারের হয়ে। প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জেতা ইহসান উল্লাহর ঠিকানা ওভাল ইনভিন্সিবল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball