আফগানিস্তান- পাকিস্তান সিরিজ

দায়িত্ব নেয়ার আগেই নিজেকে সরিয়ে নিলেন ইউসুফ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:43 বৃহস্পতিবার, 23 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

গত ১৩ মার্চ আফগানিস্তান সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে মোহাম্মদ ইউসুফের নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু এর এক দিন পরই ইউসুফকে সরিয়ে আব্দুর রেহমানকে অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব দেয় পিসিবি। আর ইউসুফকে রাখা হয় আগের মতোই দলটির ব্যাটিং কোচ হিসেবে। এবার জানা গেল, আসন্ন এই সিরিজে ব্যাটিং কোচ থাকছেন না ইউসুফ।

ব্যক্তিগত কারণেই নিজেকে সরিয়ে নিচ্ছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। ইউসুফের সিদ্ধান্ত জানার পর অবশ্য দেরি করেনি পিসিবি। নতুন ব্যাটিং কোচের দায়িত্বও আব্দুর রেহমানকে দিয়েছে তারা।

পাকিস্তানের জাতীয় দলে এর আগেও ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন ইউসুফ। পাকিস্তানের বয়স ভিত্তিক বিভিন্ন দলের পরামর্শক হিসেবেও ছিলেন তিনি। তার আকস্মিক সরে যাওয়ার কারণ অবশ্য জানা যায়নি।

এদিকে নতুন অন্তর্বর্তীকালীন হেড কোচ ও ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া রেহমানের কোচিংয়ে ন্যাশনাল টি-টোয়েন্টি ও পাকিস্তান কাপ জিতেছে খাইবার পাখতুন। এ ছাড়া সেন্ট্রাল পাঞ্জাবকে তিনি জিতিয়েছেন কায়েদ-ই-আজম ট্রফি।

পেশাওয়ার প্যানথারকে দুবার ন্যাশনাল টি-টোয়েন্টি জেতানো রেহমান ২০১৭ সালে কাজ করেছেন পেশাওয়ার জালমির সহকারী কোচ হিসেবে। সেবার শিরোপা জিতেছিল পেশাওয়ার। সবশেষ ৪ বছরে মুলতান সুলতানসের সহকারী কোচের দায়িত্বে রয়েছেন তিনি। গত নভেম্বরে বাংলাদেশ যুব দলের বিপক্ষে পাকিস্তানের যুবাদের কোচিং করিয়েছেন রেহমান।

রেহমান ছাড়াও পাকিস্তানের কোচিং স্টাফে আছেন উমর গুল। দেশটির সাবেক এই পেসার দলটিতে আছেন বোলিং কোচ হিসেবে। দলটির ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন আব্দুল মজিদ। আফগানিস্তান সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের মতো তারকা ক্রিকেটারদের।

কয়েকদিন আগেই পাকিস্তানের বিপক্ষে 'হোম সিরিজের' সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও দুবাইয়ে আগামী ২৫ থেকে ২৯ মার্চ তিনটি ম্যাচ খেলবে দুটি দল।

শারজাহতে ২৫ মার্চ প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ২য় ও ৩য় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ মার্চ। ইতিহাসে এবারই প্রথম পাকিস্তান ও আফগানিস্তান কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে লড়বে।