Connect with us

ভারত - অস্ট্রেলিয়া সিরিজ

হ্যাটট্রিক ডাকে শচীনের পাশে সূর্যকুমার


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

উদ্ভাবনী সব শটে টি-টোয়েন্টি ক্রিকেটে বাজিমাত করেছেন সূর্যকুমার যাদব। ২০ ওভারের পারফরম্যান্সে জায়গা মিলেছে ওয়ানডে ক্রিকেটে। টি-টোয়েন্টির ছন্দ টেনে আনতে পারেননি তিনি। ৫০ ওভারের ক্রিকেটে ২৩ ম্যাচ খেলে ফেললেও বলার মতো সাফল্য নেই টি-টোয়েন্টিতে এক নম্বরে থাকা এই ব্যাটারের।

শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে সুযোগ মিলেছে সূর্যকুমারের। এমন সুযোগ নিশ্চিতভাবেই নিজের জায়গাটা পোক্ত করতে চেয়েছিলেন তিনি। অজিদের বিপক্ষে হলো যেন ঠিক উল্টোটা। টানা তিন ম্যাচে গোল্ডেন ডাক মেরে লজ্জার রেকর্ড গড়লেন সূর্যকুমার।

অ্যাস্টন অ্যাগারের শর্ট লেংথ ডেলিভারি খানিকটা নিচু হওয়াতেই ভড়কে যান ডানহাতি এই ব্যাটার। অ্যাগারের স্পিনে কুপোকাত হয়ে বোল্ড বোল্ড আউট হতে হয় ভারতের এই ব্যাটারকে। আগের দুই ম্যাচে সূর্যকুমার আউট হয়েছেন মিচেল স্টার্কের বলে।

বাঁহাতি পেসারের গুড লেন্থে পড়া ডেলিভারিটি ইন-সুইং করে ভেতরে ঢোকা বলে অন-সাইডে খেলতে চেয়েছিলেন তিনি। তবে ব্যাটে বলে করতে পারেননি ৩২ বছর বয়সি এই ক্রিকেটার। তাতেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ফিরে যেতে হয় সূর্যকুমার। প্রথম দুই ম্যাচেই এভাবে আউট হয়েছেন তিনি।



বুধবার আবারও গোল্ডেন ডাক মারলে লজ্জার হ্যাটট্রিক হয় তার। হ্যাটট্রিক ডাক মারার রেকর্ডে সূর্যকুমার পাশে পাচ্ছেন ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকারকে। ১৯৯৪ সালে নিজের প্রথম সেঞ্চুরি পাওয়ার পর টানা তিন ওয়ানডেতে ডাক মেরেছিলেন তিনি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আর পরের দুই ম্যাচে শচীন ডাক মেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।

শচীন ছাড়াও ভারতের হয়ে হ্যাটট্রিক ডাক রয়েছে অনিল কুম্বলে (১৯৯৬), জহির খান (২০০৩-০৪), ইশান্ত শর্মা (২০১০-১১) এবং জসপ্রিত বুমরাহ (২০১৭-১৮)। এদিকে ৪৬৩ ওয়ানডেতে ২০ ডাক নিয়ে সবচেয়ে বেশি ডাক মারা ক্রিকেটারদের তালিকায় ১৩ নম্বরে রয়েছেন শচীন।

সর্বশেষ

৮ জুন, বৃহস্পতিবার, ২০২৩

মিরপুরে দলের সঙ্গে অনুশীলনে সাকিব

৭ জুন, বুধবার, ২০২৩

বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিবি

৭ জুন, বুধবার, ২০২৩

ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব ফিরিয়ে দিতে খারাপও লাগে তাসকিনের

৭ জুন, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরলেন ব্রড

৭ জুন, বুধবার, ২০২৩

১৬ ওভারে ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা

৭ জুন, বুধবার, ২০২৩

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল

৭ জুন, বুধবার, ২০২৩

যেখানে ব্যাটিং করি সেখানে নিজের বলতে কিছু থাকে না: মোসাদ্দেক

৭ জুন, বুধবার, ২০২৩

অবসর ভেঙে অ্যাশেজে মঈন

৭ জুন, বুধবার, ২০২৩

কিং-চার্লসের ঝড়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

৭ জুন, বুধবার, ২০২৩

এফটিপির বাইরে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চায় ইংল্যান্ড!

আর্কাইভ

বিজ্ঞাপন