ডিপিএল

আলাউদ্দিনের হ্যাটট্রিকের দিনে ব্যাটিংয়ে রঙ ছড়ালেন আকবর-এনামুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:51 বুধবার, 22 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ইনিংসের দ্বিতীয় ওভারেই আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিক, ৫ রানে ৩ উইকেট নেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের। কয়েক মিনিটের ব্যবধানে আকবর আলীর দল উইকেট হারিয়েছে আরও দুটি। তাতে ফিকে হয়ে যায় তাদের জয়ের স্বপ্ন। আকবর আর এনামুল হকের কাঁধে কেবল হারের ব্যবধান কমানোর লড়াই।

ফিকে হয়ে স্বপ্নটা খানিকটা রঙিন হতে শুরু করে আকবর ও এনামুলের হাফ সেঞ্চুরিতে। আকবর সেঞ্চুরির আগে ফিরলেও শেষ পর্যন্ত টিকে ছিলেন ৮২ রান করা এনামুল। তবে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে জেতাতে পারেননি এই ব্যাটার। শেষ দিকে সুমন খান আর একেএম হুসনা হাবিবকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করে রূপগঞ্জ টাইগার্সকে ১১ রানের জয় এনে দেন আলাউদ্দিন।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর গ্রাউন্ডে জয়ের জন্য ২৫২ রান তাড়া করতে নেমে দুঃস্বপ্নের মতো শুরু করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথম ওভারে কোনো বিপদ না হলেও দ্বিতীয় ওভারটা ছিল একেবারে ভুলে যাওয়ার মতো। আলাউদ্দিনের দ্বিতীয় বলেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন হাবিবুর রহমান সোহান।

পরের বলে উইকেটের পেছনে ইমরানুজ্জামানকে ক্যাচ দিয়ে সাজঘরের পথে হেঁটেছেন অমিত মজুমদার। আলাউদ্দিনের হ্যাটট্রিক বলে নিজের স্ট্যাম্প বাঁচাতে পারেননি রাভি তেজা। ভারতের এই ব্যাটারকে বোল্ড করে ডিপিএলের একবারের আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নেন আলাউদ্দিন।

চার ওভারে ব্যবধানে আউট হয়েছেন মেহেদি মারুফও। ২১ বলে ১০ রান করা এই ওপেনারকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। পাওয়ার প্লে শেষ হওয়ার পর সাজঘরের পথ ধরেছেন মাহমুদুল হাসানও। নাঈম হাসানের বলে তারই হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ১১ রান করা এই ব্যাটার। ১২ রান করা মেহেরব হাসান বিদায় নিয়েছেন নাঈমের বলে বোল্ড হয়ে।

৪১ রানে ৬ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন আকবর ও এনামুল। একপ্রান্ত আগলে রেখে সানজামুল ইসলামের বলে ডিপ মিড উইকেট দিয়ে চার মেরে হাফ সেঞ্চুরি তুলে নেন আকবর। হাফ সেঞ্চুরির পর রানের চাকা সচল রাখেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই অধিনায়ক। তবে তাকে সেঞ্চুরি করতে দেননি সানজামুল।

দারুণ ব্যাটিং করা আকবর ডিপ এক্সট্রা কভারে ইমতিয়াজের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে এসেছে ৮৫ বলে ৮৮ রান। আকবর আউট হওয়ার আগে বলে ৮১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন এনামুল। ম্যাচ জিততে শেষ ৫ ওভারে গাজী গ্রুপের প্রয়োজন ছিল ৪৪ রান। হাতে ছিল ২ উইকেট। তবে তখনও ব্যাটিংয়ে ছিলেন এনামুল।

সেসময় এনামুল অপরাজিত ছিলেন ৫৭ রানে। ডানহাতি এই ব্যাটার একপ্রান্ত আগলে রাখলেও তাকে সঙ্গ দিতে পারেননি সুমন ও একেএম হুসনা হাবিব মেহেদি। তারা দুজন ব্যর্থ হয়ে ফিরলে ৮ বল বাকি থাকতে ২৪০ রানে অল আউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর শেষ পর্যন্ত ৮২ রানে অপরাজিত থেকে হার নিয়ে মাঠ ছাড়েন এনামুল। রূপগঞ্জের হয়ে পাঁচটি উইকেট নিয়েছেন আলাউদ্দিন।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫১ রান তোলে রূপগঞ্জ টাইগার্স। দলের হয়ে সবচেয়ে বেশি ৭৮ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক নাঈম ইসলাম। এ ছাড়া ইমরানুজ্জামান ৬৮ ও সানজামুল করেছেন ৪৩ রান। গাজীর গ্রুপ ক্রিকেটার্সের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সুমন, হুসনা হাবিব মেহেদি এবং এনামুল।