ঢাকা প্রিমিয়ার লিগ ২০২৩

বৃষ্টি আইন ও হ্যাটট্রিক জয়ে টেবিলের শীর্ষে শেখ জামাল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:16 মঙ্গলবার, 21 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃষ্টি আইনে সিটি ক্লাবকে ৫ রানে হারিয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। হ্যাটট্রিক জয়ে দলের পক্ষে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে অবদান রেখেছেন সৈকত আলী ও সাইফ হাসান। 

এ দিন আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারের আগেই অল আউট হয় শেখ জামাল। ৪৯.৪ ওভারে দুই হাফ সেঞ্চুরির সুবাদে স্কোরবোর্ডে ২২৮ রানের পুঁজি পায় নুরুল হাসান সোহানের দল। দুই ওপেনার সাইফ ও সৈকতের ব্যাটে উদ্বোধনী জুটিতে ১১০ রান যোগ করে শেখ জামাল।

৬৩ বলে ৫২ রান করে আসিফ হাসানের বলে বোল্ড হন সৈকত। এরপর দলীয় ১২৫ রানে সাজঘরে ফেরেন সাইফও। ৭৯ বলে ৫৬ রান করে স্পিনার নাইমুর রহমান নয়নের বলে ফেরেন তিনি। চারে নামা নুরুল হাসানকেও দ্রুত ৭ রানে বিদায় করেন আসিফ আহমেদ রাতুল।

দলীয় ১৫০ রানে ৩ উইকেট হারানো দলটার পক্ষে লড়াই চালিয়ে যান ফজলে মাহমুদ রাব্বি। কিন্তু দলীয় ১৭৫ রানে তিনিও ফেরেন ৬২ বলে ৩৬ রানে। এরপর ধ্বস নামে দলটির ব্যাটিংয়ে। একপ্রান্তে তাইবুর রহমান লড়াই চালিয়ে গেলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মাঝে।

রবিউল হকের দারুন বোলিংয়ে ২২৮ রানেই গুটিয়ে যায় শেখ জামাল। ৪৪ বলে ৩৯ রান করে তৌফিক আহমেদের বলে ফেরেন তাইবুর। ৯ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট নেন সিটি ক্লাবের অধিনায়ক রবিউল হক।

জবাবে ব্যাটিংয়ে নেমে বৃষ্টি আইনে সিটি ক্লাব শুরুতেই জয়রাজ শেখকে হারিয়ে বসে। তবে তৌফিক খান তুষার ও আবদুল্লাহ আল মামুল মিলে হাল ধরেন দলের। তাদের ব্যাটে দল ৫০ রান পার হলেও ৪৩ বলে ৪২ রান করে তুষার ফেরেন পারভেজ রাসুলকে উইকেট দিয়ে।

এরপর মৃত্যুঞ্জয় চৌধুরীর শিকার হয়ে মামুন বিদায় নেন ১৩ রানে। তবে রাফসান আল মামুন ও সাইফুল হাসান মিলে হাল ধরে দলকে এনে দেন শতরানের পুঁজি। সাইফুল ২০ রানে ফিরে হেলেও রাফসানের ব্যাটে দেড়শোর ঘরে পা রাখে সিটি ক্লাব।

জয়ের আশায় খেলতে থাকলেও এ সময়ই শফিকুল ইসলামের জোড়া আঘাতে বিপদে পড়ে সিটি ক্লাব। ৩৯ বলে ৩৬ করে ফেরেন রাফসান। তার বিদায়ের পরই ম্যাচ থেকে ছিটকে যায় সিটি ক্লাব। ৩২ ওভারে ১৬২ রান তুললেও বৃষ্টি আইনে ৫ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। ২৭ বলে ২২ রানে অপরাজিত থাকেন আসিফ আহমেদ। শফিকুল ৩৭ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট।