promotional_ad

ভারত বিশ্বকাপে পাকিস্তানকে ফেবারিট মানছেন আকরাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


১৯৮৭, ১৯৯৬, ২০১১ বিশ্বকাপের সহ-আয়োজক ছিল ভারত। চলতি বছর ভারতের মাটিতে বসছে আরেকটি বিশ্বকাপ। এবার এককভাবেই তারা এই বৈশ্বিক টুর্নামেন্টটি আয়োজন করছে। ঘরের মাঠে বিশ্বকাপ ধরে রাখতে সবরকমের প্রস্তুতি নিচ্ছে রোহিত শর্মার দল।


যদিও স্বাগতিকদের প্রত্যাশায় জল ঢেলে বিশ্বকাপ জিতে নিতে পারে পাকিস্তান! এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম। তিনি জানিয়েছেন ঘরের মাঠের বিশ্বকাপে ভারত ফেবারিট হলেও পাকিস্তানকে গণনার বাইরে রাখা যাবে না।


promotional_ad

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপে পাকিস্তান ফেবারিট কিনা এমন প্রশ্নের জবাবে আকরাম বলেন, ‘অবশ্যই পাকিস্তানের কথা বলব। আমরা চোখে দুই দলই অসাধারণ। তবে আমাদের অধিনায়ক (বাবর আজম) একজন অসাধারণ খেলোয়াড়, আমাদের ফাস্ট বোলিং লাইনআপও বিশ্বের অন্যতম সেরা।’


বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার ধরা হয় শাহীন আফ্রিদিকে। দুদিন আগেই লাহোর কালান্দার্সকে ব্যাক টু ব্যাক শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছেন পাকিস্তানের এই পেস ম্যান। আকরাম মনে করেন শাহীনের সঙ্গে হারিস রউফ, নাসিম শাহরা ছন্দে থাকলে পাকিস্তানই বিশ্বকাপ জিতবে।


তিনি বলেন, ‘শাহিন আফ্রিদি এ মুহূর্তে ফর্মের তুঙ্গে রয়েছে। পিএসএলে ওর নেতৃত্বে লাহোর টানা দুবার শিরোপা জিতেছে। হারিস রউফ, নাসিম শাহরাও ভালো করেছে। মোহাম্মদ হাসনাইনের কথাও বলতে হয়। বিশ্বকাপে ভারতের পিচগুলো ব্যাটিং–সহায়ক হবে। তাই যে দলের বোলিং আক্রমণ শক্তিশালী, সে দলই জিতবে।’


ভারত সর্বশেষ ২০১১ বিশ্বকাপের শিরোপা জিতেছিল ঘরের মাঠে। এদিকে পাকিস্তানের শেষ বিশ্বকাপ শিরোপা সেই ১৯৯২ সালে জিতেছিল। ৩০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বকাপ খরায় ভুগছে পাকিস্তান। এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের মাটিতে এই খরা ঘুচাতে পারে কিনা সেটাই দেখার বিষয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball