Connect with us

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

ফ্লাইট বিলম্বের মাঝে নারিনের ৭ ওভারে ৭ উইকেট


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

কম রান দিয়ে ও বেশি উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অসংখ্য নাটকীয় ম্যাচ জিতিয়েছেন সুনীল নারিন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগমুহূর্তে এবার নিজ দেশের চার দিনের ম্যাচেও ভেলকি দেখালেন তিনি।

নিজ দেশের প্রিমিয়ার ডিভিশন টিটি ক্রিকেট বোর্ড প্রিমিয়ার ন্যাশনাল লিগ কমপিটিশনে এবার তেমনটাই করলেন তিনি। মাত্র সাত ওভার বোলিং করে সাত উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান এই স্পিনার। বিস্ময়ের ব্যাপার হচ্ছে এই সাত ওভারে কোনও রানই দেননি তিনি। অর্থাৎ, তার বোলিং ফিগার ছিল, ৭-০-৭-৭!

আর এর চাইতেও মজার ব্যাপার হচ্ছে, এই সময়টায় ভারতের ফ্লাইট ধরার কথা ছিল নারিনের। ফ্লাইট বিলম্ব হওয়ায় নিজ দেশের প্রিমিয়ার ডিভিশন খেলতে নেমে যান এই স্পিনার।

কুইন্স পার্ক ক্রিকেট ক্লাবে এবং ক্লার্ক রোড ইউনাইটেডের ম্যাচে সাত উইকেটের এই ঘটনা ঘটে। নারিন খেলেছেন কুইন্স পার্ক দলের হয়ে। তার জাদুকরী স্পিন বুঝতেই পারেননি ক্লার্ক রোডের ব্যাটাররা। আর তাই মাত্র ৭৬ রানেই অলআউট হয়েছে দলটি।



দলটির হয়ে সর্বোচ্চ ২১ রান করেন ডেজর্ন চার্লস। কুইন্স পার্কের হয়ে নারিন ছাড়াও উইকেটের দেখা পেয়েছেন সিওন হ্যাকেট। ১৮ রান খরচায় দুই উইকেট নেন তিনি। ব্যাটিংয়ে নেমেও দিনটা ভালো কাটিয়েছে কুইন্স পার্ক।

তিন উইকেটে ২৬৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে দলটি। সেঞ্চুরি পেয়েছেন দলটির ব্যাটার ইসাইয়াহ রাজাহ। তার ব্যাটে আসে ১০০ রান। এছাড়া কিরস্টান কাল্লিচরন করেন ৬৪ এবং ক্যামিলো কারিমবোকাস করেন ৫৭ রান। ১৯২ রানের লিড পেয়েছে কুইন্স পার্ক।

প্রতিবারের মতো এবারের আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন নারিন। ৩১ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের আগে প্রস্তুতিটা ভালোই হয়েছে তার। আসরে খেলা আগের তিনটি ম্যাচে ৩১টি উইকেট পেয়েছিলেন তিনি। এর মধ্যে টানা চারবার পাঁচ উইকেট করে নেন তিনি।

সর্বশেষ

৭ জুন, বুধবার, ২০২৩

বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিবি

৭ জুন, বুধবার, ২০২৩

ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব ফিরিয়ে দিতে খারাপও লাগে তাসকিনের

৭ জুন, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরলেন ব্রড

৭ জুন, বুধবার, ২০২৩

১৬ ওভারে ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা

৭ জুন, বুধবার, ২০২৩

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল

৭ জুন, বুধবার, ২০২৩

যেখানে ব্যাটিং করি সেখানে নিজের বলতে কিছু থাকে না: মোসাদ্দেক

৭ জুন, বুধবার, ২০২৩

অবসর ভেঙে অ্যাশেজে মঈন

৭ জুন, বুধবার, ২০২৩

কিং-চার্লসের ঝড়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

৭ জুন, বুধবার, ২০২৩

এফটিপির বাইরে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চায় ইংল্যান্ড!

৭ জুন, বুধবার, ২০২৩

১০ বছর ধরে ট্রফিহীন ভারত, দ্রাবিড় বলছেন চাপ নেই

আর্কাইভ

বিজ্ঞাপন