promotional_ad

জেমিসনের বদলি হিসেবে মাগালাকে দলে ভেড়াল চেন্নাই

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চোটের জন্য এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হবে না কাইল জেমিসনের। আর তাই বেশ কিছুদিন ধরেই জেমিসনের বদলি খুঁজেছিল তার দল চেন্নাই সুপার কিংস। এবার জেমিসনের বদলি খুঁজে পেয়ে গেল তারা। সাউথ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার সিসান্দা মাগালাকে দলে ভেড়াল তারা।


গত রোববার (১৯ মার্চ) এক বিবৃতিতে এমনটা নিশ্???িত করেছে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি। পরে সিএসকে ফ্র্যাঞ্চাইজির তরফেও সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে স্কোয়াডে স্বাগত জানানো হয় মাগালাকে।


promotional_ad

আইপিএলের শেষবারের নিলামে কিউই পেস বোলিং অলরাউন্ডার জেমিসনকে এক কোটি রুপিতে দলে নেয় চেন্নাই। অন্যদিকে সিসান্দা মাগালা নিলামে অবিক্রিত থেকে যান। এবার মাগালাকে তার ভিত্তি মূল্য ৫০ লক্ষ রুপিতে দলে নেয় চেন্নাই। অর্থাৎ, জেমিসনের মূল্যের অর্ধেক রুপিতে চেন্নাই শিবিরে যোগ দেবেন মাগালা।


আন্তর্জাতিক ক্রিকেট খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই ৩২ বছর বয়সি মাগালার। সাউথ আফ্রিকার হয়ে মোটে ৫টি ওয়ানডে এবং ৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। ২০২১ সালের এপ্রিল থেকে জাতীয় দলের হয়ে আর খেলতেই দেখা যায়নি তাকে। সবমিলিয়ে মাত্র ৯টি আন্তর্জাতিক উইকেট রয়েছে তার ঝুলিতে।


অবশ্য ঘরোয়া টি-টোয়েন্টি খেলার বিস্তর অভিজ্ঞতা রয়েছে ডানহাতি এই মিডিয়াম পেসারের। ঘরোয়া এবং আন্তর্জাতিক মিলিয়ে মোট ১২৭টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন মাগালা। নিয়েছেন ১৩৬টি উইকেট।


শেষদিকে ব্যাটিংয়ে নেমে দ্রুত গতিতে রানও তুলতে পারেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৭.৫০ গড়ে ৭৩৫ রান সংগ্রহ করেছেন তিনি। বিশ ওভারের ক্রিকেটে দুটি হাফ সেঞ্চুরিও রয়েছে মাগালার। সাউথ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টিতে মাগালা সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে মাঠে নেমেছিলেন।


চেন্নাই সুপার কিংস স্কোয়াড: মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, আম্বাতি রাইড়ু, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, শুভ্রাংশু সেনাপতি, শেক রশিদ, দীপক চাহার, তুষার দেশপান্ডে, প্রশান্ত সোলাঙ্কি, সিমারজিত সিং, মুকেশ চৌধুরী, মাথিসা পাথিরানা, রবীন্দ্র জাদেজা, মঈন আলী, মিচেল স্যান্টনার, শিভম দুবে, ডোয়াইন প্রিটোরিয়াস, মাহিশ থিকসানা, রাজবর্ধন হাঙ্গারগেকার, বেন স্টোকস, সিসান্দা মাগালা, নিশান্ত সিন্ধু, অজয় মণ্ডল ও কে ভগত বর্মা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball