ওয়ানডে ক্রিকেট

টেস্টের আদলে ৪ ইনিংসের ওয়ানডে চান শচীন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:02 শনিবার, 18 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগে ক্রিকেট বিশ্বে আলোচিত বিষয় হয়ে উঠেছিল ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত কী? ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি থেকে শুরু করে রবি শাস্ত্রী, সবাই অনীহা প্রকাশ করেছিলেন ওয়ানডের বর্তমান খেলার ধরন নিয়ে। ৪০ ওভারের ওয়ানডে করা যেন সময়ের দাবি হয়ে উঠেছিল। শচীন টেন্ডুলকার অবশ্য টেস্টের আদলে চার ইনিংসের ওয়ানডে ক্রিকেট চান।

পুরো ক্রিকেট দুনিয়া এখন মেতে আছে টি-টোয়েন্টি আর টেস্ট নিয়ে। মাঝ দিয়ে খানিকটা চাপেই পড়ে গেছে ওয়ানডে ক্রিকেট। ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন কদিন আগে জানিয়েছিলেন, ৫০ ওভারের ক্রিকেটে এখন আর রোমাঞ্চ অনুভব করেন না। ওয়াসিমের দাবি, ওয়ানডে ক্রিকেট মরে গেছে।

বেশিরভাগ সাবেক ক্রিকেটারই ওয়ানডেকে আকর্ষণীয় করে তুলতে প্রস্তাব দিয়েছিলেন ১০ ওভার কমানোর। যদিও আইসিসি সেই প্রস্তাবে খুব একটা সাড়া দেয়নি। এবার নতুন এক সংস্করণের কথা বললেন শচীন। ওয়ানডেতে ১৮ হাজারের বেশি রান করা ব্যাটার ৪ ভাগের ম্যাচ চান। সেটা কিভাবে খেলা হবে তাও জানিয়েছেন তিনি।

শচীনের মতে, টেস্টের মতো ওয়ানডেতেও প্রতিটি দলের জন্য দুটি করে ইনিংস থাকবে। যেখানে প্রতি ইনিংসে ২৫ ওভার করে ব্যাটিং করার সুযোগ পাবে দলগুলো। টেস্টে দুই ইনিংসে ২০ উইকেট তুলে নিতে হলেও এখানে শচীনের প্রস্তাব ১০ উইকেটের। প্রথম ২৫ ওভারে কোনো ব্যাটার আউট হলে সে পরের ইনিংস ব্যাটিং করতে পারবে। বর্তমান ফরম্যাট যে বিরক্তিকর হয়ে উঠেছে সেটাও বলেছেন তিনি।

এ প্রসঙ্গে শচীন বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে ২৫ ওভারের ইনিংস চালু করা উচিত। ম্যাচটাকে চার ইনিংসে ভাগ করে দেয়া উচিত। ঠিক যেভাবে টেস্ট ক্রিকেট হয়। টেস্ট ক্রিকেটে ২০টি উইকেট তুলতে হয়। এখানে ১০টি উইকেট তুললেই চলবে। যদি কেউ প্রথম ইনিংসে আউট হয়ে যায়, সে আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবে না। দুটো ইনিংস মিলিয়ে ১০টি উইকেট নিলেই চলবে।’

বর্তমান ফরম্যাট যে বিরক্তিকর হয়ে উঠেছে সেটাও বলেছেন শচীন। তিনি বলেন, ‘এখন খেলাটা খুব প্রত্যাশিত হয়ে যাচ্ছে। ১৫ থেকে ৪০ ওভারের মধ্যে দারুণ কিছু ঘটছে না। কেউ নজর কাড়তে পারছে না। বিরক্তিকর লাগছে। আমরা কিভাবে শিশির ফ্যাক্টরে ভারসাম্য রাখবো? একজন অধিনায়ক টস হেরে গেলে তাকে পরে ভেজা অবস্থায় বোলিং করতে হয়। এটা আসলে কঠিন হয়ে পড়ে।’