বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

ওয়ানডে দলে জাকিরের বদলি রনি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:06 বৃহস্পতিবার, 16 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আট বছর পর জাতীয় দলে ফিরেছেন রনি তালুকদার। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলেও জায়গা করে নিয়েছেন তিনি। মূলত জাকির হাসান চোটে পড়ায় প্রথম দুই ওয়ানডের দলে সুযোগ পেয়েছেন তিনি।

টি-টোয়েন্টি খেললেও এখনও ওয়ানডে খেলা হয়নি রনির। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই এখন সিলেটে। বেশ কয়েকজন ক্রিকেটার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন। তাদের অনেকে যোগ দেবেন শুক্রবার দলের সঙ্গে।

রনিও ব্যস্ত ছিলেন ডিপিএলে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বৃহস্পতিবার তিনি মাঠে নেমেছিলেন মোহামেডানের হয়ে। এই ম্যাচে তার দল হারলেও রনি ৬১ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন। এমন ইনিংসের পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বাহবাও পেয়েছেন তিনি।

ম্যাচ শেষে রনির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা গেছে নান্নুকে। এদিকে বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান জাকির।

জানা গেছে তার সেরে উঠতে তার তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ফলে ওয়ানডে সিরিজের পুরোটাই মিস করবেন তিনি। টেস্ট সিরিজে তার মাঠে ফেরার কথা রয়েছে।

কদিন আগেই হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড ও ফাইনাল ম্যাচ খেলতে পারেননি জাকির। সেই চোট থেকে ফিরেই জাতীয় দলের অনুশীলেন যোগ দিয়েছিলেন তিনি। এবারও দুর্ভাগ্য সঙ্গী হলো তার।