ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

সাদা পোশাকে ফেরাই ধ্যান-জ্ঞান মার্শের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:33 বৃহস্পতিবার, 16 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বেশ কিছুদিন ধরেই গোড়ালির চোটে ভুগছেন মিচেল মার্শের। এখনও তিনি পরিপূর্ণভাবে সেরে উঠতে পারেননি। ভারতের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে জায়গা করে নিলেও এই সিরিজে বল করা হবে না এই অলরাউন্ডারের। 

বিশ্বকাপ স্কোয়াডে নিজের জায়গা পাকাপোক্ত করতে এই সিরিজে পারফর্ম করার বিকল্প নেই মার্শের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অস্ত্রোপচার করাতে হয়েছিল মার্শের। তিনি ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজেও চোট নিয়ে খেলেছিলেন। মার্শ গোড়ালির এই চোটে পড়েছিলেন সর্বশেষ জিম্বাবুয়ে সফরে।

এরপর তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। মিস করেছেন বিগ ব্যাশের পুরো আসর। অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট শেফিল শিল্ড দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মার্শ। এরপর মার্শ কাপেও খেলেছেন তিনি। এই টুর্নামেন্টের ফাইনালে একটি হাফ সেঞ্চুরি করেছিলেন এই ডানহাতি ব্যাটার।

২০১৯ অ্যাশেজের পর থেকে কোনও টেস্ট ম্যাচ খেলেননি মার্শ। যদিও আসন্ন বোর্ডার-গাভাস্কার সিরিজ দিয়ে সাদা পোশাকে ফিরতে দারুণ আশাবাদী ছিলেন তিনি। অবশ্য সেই আশা পূরণ হয়নি। এই সিরিজে খেলা না হলেও অন্তত আরেকবার লাল বলের ক্রিকেটে খেলতে চান তিনি।

ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে মার্শ বলেছেন, 'আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে উন্নতি করছি এবং প্রতি বছরই ক্রিকেটার হিসেবে আরও ভালো হয়ে উঠছি। আমার পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে এই মুহূর্তে আমি যে কারোর সঙ্গে নিজের তুলনা দিতে পারবো। আমি আশাবাদী যে আরও একবার লাল বলের ক্রিকেটে সুযোগ পাবো। কিন্তু যদি না পাই তাহলে এটা নিয়ে না ভেবে যেখানেই সুযোগ পাবো অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করতে চাই। যেকোনো দলের হয়ে।'

মার্শের বয়স এখন ৩১। এই বয়সে অনেক ক্রিকেটারই ক্যারিয়ারের সেরা ফর্মে থাকেন। মার্শও ইনজুরি কাটিয়ে ক্যারিয়ারের শিখরে পৌঁছার লক্ষ্যের কথা জানিয়েছেন। সামনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকলেও তার লক্ষ্য অ্যাশেজ দলে জায়গা পাওয়া। অ্যাশেজ দলে জায়গা না পেলেও লাল বলের ক্যারিয়ারের শেষ দেখছেন না তিনি।

'৩১ বছর বয়স এখন, আমরা এমন অনেককেই দেখেছি যারা এই বয়সে ফর্মের শিখরে পৌছে যায়। আশা করছি আমার ক্ষেত্রেও এমনটাই হবে। আমি বলছি যে অ্যাশেজ সিরিজ জায়গা পাওয়া আমার আসল লক্ষ্য। আমি এই ব্যাপারে আশাবাদীও। কিন্তু এটাও বুঝতে হবে যে এটা নাও হতে পারে। এই কারণেই আমি আমার অস্ত্রোপচার করিয়েছি।'