ভারত - অস্ট্রেলিয়া সিরিজ

ক্রাইস্টচার্চের রোমাঞ্চের পর আহমেদাবাদের ‘ম্যাড়ম্যাড়ে’ ইতি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:06 সোমবার, 13 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

চোখে ফেলার উপায় নেই, সেটা হোক ক্রাইস্টচার্চ কিংবা আহমেদাবাদ টেস্ট থেকে। দুটি ম্যাচই সমান গুরুত্ব বহন করে চলছিল ভারত ও শ্রীলঙ্কার যখন। তবে সব যেন নিমিষেই শেষ হয়ে গেল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে আহমেদাবাদ টেস্ট জেতার সঙ্গে শ্রীলঙ্কার হারও কামনা করতে হয়েছে ভারতকে। তবে ক্রাইস্টচার্চ ও আহমেদাবাদ যেভাবে বিপরীতমুখী হয়ে এগোচ্ছিলো তাতে শঙ্কা ক্রমশই বাড়তে থাকে ভারতের জন্য। তবে ড্যারিল মিচেল-কেন উইলিয়ামসনরা যেন সবটা মিলিয়ে দিলেন।

দারুণ ব্যাটিংয়ে জয়ের আশা বাড়তে থাকে নিউজিল্যান্ডের, হাসি ফুটতে থাকে বিরাট কোহলিদের মুখে। ফাইনালে উঠতে কিউইদের হোয়াইটওয়াশ করার বিকল্প ছিল না লঙ্কানদের। তবে সেটা করতে দেননি উইলিয়ামসনরা। শেষ বলের রোমাঞ্চে ক্রাইস্টচার্চ টেস্ট জিতে নেয় টিম সাউদির দল। ক্রাইস্টচার্চের রোমাঞ্চকর টেস্টের পর রঙ হারাতে থাকে আহমেদাবাদ। দিনের দ্বিতীয় সেশন চলার সময়ই নিশ্চিত হয়ে যায় ৭ জুন দ্য ওভালের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ভারত।

এমন খবরের পর আহমেদাবাদে দেখা গেছে কেবল ম্যাড়ম্যাড়ে ক্রিকেটের। টানা চারদিনের রোমাঞ্চকর টেস্ট শেষ দিনে যেন আলোই কাড়তে পারলেন না। খুব বেশি প্রয়োজনও ছিল না সেটার। আহমেদাবাদ কতটা ম্যাড়ম্যাড়ে হয়ে গিয়েছিল সেটার উৎকৃষ্ট উদাহরণ হতে পারে চেতেশ্বর পূজারা-শুভমান গিলদের বোলিং করার দৃশ্য। গুরুত্বহীন হয়ে পড়া টেস্টের ফলাফল শেষ পর্যন্ত গড়িয়েছে ড্র এর মাধ্যমে। তাতে ঘরের মাঠে খেলা বোর্ডার-গাভাস্কার ট্রফি ভারত জিতে নিলো ২-১ ব্যবধানে।

আহমেদাবাদে আগের দিনের বিনা উইকেটে ৩ রান নিয়ে শেষ দিনে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। তবে দিনের শুরুতেই উইকেট হারায় সফরকারীরা। নাইটওয়াচম্যান হিসেবে ওপেন করতে নামা ম্যাথু কুনেমান এদিন আউট হয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে। ডানহাতি এই অফ স্পিনারের অফ স্টাম্পে পড়ে মিডল স্টাম্পে ঢোকা বলে লেগ বিফোর উইকেট হয়েছেন ৬ রান করা কুনেমান। তার বিদায়ের পর তিনে উসমান খাওয়াজা নয় মার্নাশ ল্যাবুশেনকে পাঠায় অস্ট্রেলিয়া।

দিনের প্রথম সেশনে আর কোনো বিপদ ঘটতে দেননি ট্রাভিস হেড ও ল্যাবুশেন। যদিও প্রথম সেশন শেষ হওয়ার এক ওভার আগে হেডের বিপক্ষে রিভিউ নিয়েছিলেন রোহিত শর্মা। অশ্বিনের ফুল লেংথ ডেলিভারি সরাসরি আঘাত হানে বাঁহাতি এই ব্যাটারের প্যাডে। জোরালো আবেদন করলেও তাতে সাড়া দেননি অন ফিল্ড আম্পায়ার। হেডকে ফেরাতে তাই রিভিউ নেন রোহিত। টিভি রিপ্লেতে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে। ফলে কোনো বিপদ ছাড়াই বেঁচে যান তখন ৪৪ রানে অপরাজিত থাকা অজি এই ওপেনার।

লাঞ্চ থেকে ফিরে হাফ সেঞ্চুরি তুলে নেন হেড। অক্ষর প্যাটেলের বলে ডিপ থার্ডম্যান দিয়ে চার মেরে ১১২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। হাফ সেঞ্চুরির পর দ্রুত রান তুলতে থাকেন বাঁহাতি এই ব্যাটার। হেড যখন সেঞ্চুরির খুব কাছে তখন হাফ সেঞ্চুরি করন ল্যাবুশেন। উমেশ যাদবের শর্ট লেংথ ডেলিভারিতে ফাইন লেগে ঠেলে দিয়ে ২ রান নেন তিনি। তাতে ১৫০ বলে হাফ সেঞ্চুরি হয় তার। এদিকে সেঞ্চুরি পাওয়া হয়নি দারুণ ব্যাটিং করা হেডের। অফ স্টাম্পের বাইরে হেডের জন্য খানিকটা ফাঁদ পেতে রেখেছিলেন অক্ষর।

সেই ফাঁদে পা দেন হেড নিজেই। বাঁহাতি এই স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন এই ওপেনার। তবে সেটা ঠিকঠাক করতে পারেননি হেড। ইনসাইড এজ হয়ে বল সরাসরি স্টাম্পে আঘাত হানে। ফলে ১০ রানের আক্ষেপ নিয়ে ৯০ রানে ফিরে যেতে হয় হেডকে। তৃতীয় সেশনে ১৪ ওভার খেলার পর ২ উইকেটে ১৭৫ রান নিয়ে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ৬৩ রানে ল্যাবুশেন আর ১০ রানে অপরাজিত ছিলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষণার পর আর ব্যাটিংয়ে নামেনি ভারত। ফলে আহমেদাবাদ টেস্ট ড্র ঘোষণায় সম্মতি দেন আম্পায়াররা।