promotional_ad

এনওসি না চাইলে কি আমি জোর করে দেব: পাপন

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের দিনই বাংলাদেশে পা রেখেছে আয়ারল্যান্ড দল। ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের পর আফগানিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ। এর মাঝেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের তিন তারকা সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমানের।


তারা আইপিএলে যাওয়ার অনুমতি পাবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এগুলো নিয়ে এখনও ক্রিকেটারদের সঙ্গে কথা হয়নি তার। ক্রিকেটাররা অনাপত্তিপত্র চাইলে এই ব্যাপারে ভেবে দেখবে বোর্ড।


promotional_ad

এ প্রসঙ্গে পাপন বলেন, 'এখনও অনেক দেরি। এগুলো নিয়ে কোনো কথা হলে না বলবো। আগে কথাটা হোক, আসুক, শুনি তারপর না একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলা যাবে। এখন এগুলো নিয়ে আমি কথা শুনতেই রাজি না। এটাই আমি ওদেরকে বলেছি।'


তিনি আরও যোগ করেন, 'ও (সাকিব) এখনও কাউকে বলেনি কোনোটাতে অ্যাভেইলএবল না। আমি তো জানি অবশ্যই খেলবে। এনওসি যদি চায় তখন বলতে পারবো। আমি জোর করে চাওয়াবো? আপনারা যা বলছেন আমার তো মনে হয় এখন জোর করে তার কাছে থেকে আবেদন নিতে হবে এনওসির জন্য।'


যদিও ফেব্রুয়ারিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি জানিয়েছিলেন জাতীয় দলের সিরিজ চলাকালীন কোনো ক্রিকেটারকেই আইপিএলে খেলার অনুমতি দেবে না বোর্ড। ফলে বোঝাই যাচ্ছে সাকিবদের আইপিএলে খেলার ব্যাপারে এ কয়দিনে কিছুটা হলেও নমনীয় হয়েছে বোর্ড।


পাপন বলেছিলেন, ‘আমাদের এমন কোন পরিকল্পনা নেই (আইপিএলে খেলার অনুমতি দেয়ার)। জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্য কোন খেলায় অংশগ্রহণে অনুমতি দেয়ার পরিকল্পনা আমাদের নেই। এটা আমরা ওদের জানিয়েও দিয়েছি।’


যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেয়ার কথা ভাবছে বিসিবি। আসন্ন এই সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ। দল চূড়ান্ত হলেই এই ব্যাপারে খোলাসা হয়ে যাবে। সাকিব-লিটনদের বিশ্রাম দেয়া হলে দরজা খুলে যাবে তাদের আইপিএলে খেলারও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball