Connect with us

নিউজিল্যান্ড- শ্রীলঙ্কা সিরিজ

ছিটকে গেলেন ওয়াগনার, ৭ বছর পর কিউই দলে ব্রেসওয়েল


প্রকাশ

:

ছবি : সংগৃহীত


|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেছেন নেইল ওয়াগনার। মেরুদণ্ডের ডিস্কের সমস্যা এবং ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের  কারণে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন এই পেসার। তার বদলি হিসেবে ডগ ব্রেসওয়েলের নাম ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

চলমান ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে পিঠে ব্যথা ও ডান পায়ে টান লাগে ওয়াগনারের। এরপরই মাঠ ছাড়তে দেখা যায় অভিজ্ঞ এই পেসারকে। তার ছিটকে পড়ায় হতাশ নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড।

তিনি বলেন, 'আমরা সবাই জানি, নেইলের (ওয়াগনার) জন্য কিউইদের হয়ে টেস্ট খেলাটা কতোটা গুরুত্বপূর্ণ। তাকে সাইড লাইনে দেখতে পেরে আমরা হতাশ। সে এখনও খেলতে চায়। এমন ইনজুরির পরও সে দলের কথা ভাবছে এবং তার সবটুকু দিয়ে যাচ্ছে।'

'ডগ (ব্রেসওয়েল) দারুণ একজন বোলার। সেন্ট্রাল স্টাগসের হয়ে সকল ফরম্যাটেই সে দারুণ ফর্মে আছে। আমার বিশ্বাস, পরের টেস্টে তার দক্ষতা দলের বাকি বোলারদের অনুপ্রাণিত করবে।'



চলমান ক্রাইস্টচার্চ টেস্টে ম্যাচ জিততে শেষ দিনে কিউইদের প্রয়োজন আরও ২৫৭ রান। হাতে আছে ৯ উইকেট। জানা গেছে, দলের প্রয়োজনে ব্যাটিং করতে নামতে পারেন ওয়াগনার।

এদিকে ওয়াগনারের পরিবর্তে দলে জায়গা পাওয়া ব্রেসওয়েল সাত বছর পর জাতীয় দলে ফিরলেন। ৩২ বছর বয়সী এই পেসার শেষবার কিউইদের হয়ে টেস্ট খেলেছিলেন ২০১৬ সালে। সবমিলিয়ে ২৭ টেস্ট খেলে ৭২ উইকেট নিয়েছেন তিনি।

শেষ টেস্টের আগে নিউজিল্যান্ড দলে টিম সাউদির সঙ্গে ব্রেসওয়েল ছাড়াও পেস বোলিং আক্রমণ সামলানোর জন্য আছেন ম্যাট হেনরি, ব্লেয়ার টিকনার এবং স্কট কুগেলেইন।

সর্বশেষ

৭ জুন, বুধবার, ২০২৩

বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিবি

৭ জুন, বুধবার, ২০২৩

ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব ফিরিয়ে দিতে খারাপও লাগে তাসকিনের

৭ জুন, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরলেন ব্রড

৭ জুন, বুধবার, ২০২৩

১৬ ওভারে ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা

৭ জুন, বুধবার, ২০২৩

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল

৭ জুন, বুধবার, ২০২৩

যেখানে ব্যাটিং করি সেখানে নিজের বলতে কিছু থাকে না: মোসাদ্দেক

৭ জুন, বুধবার, ২০২৩

অবসর ভেঙে অ্যাশেজে মঈন

৭ জুন, বুধবার, ২০২৩

কিং-চার্লসের ঝড়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

৭ জুন, বুধবার, ২০২৩

এফটিপির বাইরে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চায় ইংল্যান্ড!

৭ জুন, বুধবার, ২০২৩

১০ বছর ধরে ট্রফিহীন ভারত, দ্রাবিড় বলছেন চাপ নেই

আর্কাইভ

বিজ্ঞাপন