নিউজিল্যান্ড- শ্রীলঙ্কা সিরিজ

ম্যাথুসের সেঞ্চুরি, শেষ দিনে কিউইদের দরকার ২৫৭ রান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:24 রবিবার, 12 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রাইস্টচার্চে অ্যাঞ্জেলো ম্যাথুসের সেঞ্চুরি এবং দীনেশ চান্দিমাল ও ধনঞ্জয়া ডি সিলভার চল্লিশউর্ধ দুটি ইনিংসে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩০২ রান তোলে শ্রীলঙ্কা। ফলে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৮৫ রানের। এক উইকেটে ২৮ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে কিউইরা। ম্যাচ জেতার জন্য শেষদিনে তাদের প্রয়োজন আরও ২৫৭ রান, হাতে ৯ উইকেট।

তিন উইকেটে ৮৩ রান নিয়ে চতুর্থ দিনের সূচনা করে শ্রীলঙ্কা। তৃতীয় দিনের শেষ বিকেলের মতো এ দিন সকালেও লঙ্কান শিবিরে আঘাত হানেন ব্লেয়ার টিকনার। আগের দিনের তিনটি উইকেটের পর চতুর্থ দিন সকালে প্রবাথ জয়সুরিয়ার (৬) উইকেটও নেন তিনি।

তারপর অবশ্য ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। চান্দিমালকে সঙ্গে নিয়ে ১০৫ রানের জুটি গড়েন ম্যাথুস। ১০৭ বলে ৪২ রাব তুলে টিম সাউদির বলে বোল্ড হন চান্দিমাল। তারপর ধনঞ্জয়ার সঙ্গে ৬০ রানের জুটি গড়েন ম্যাথুস।

তুলে নেন কাঙ্খিত সেঞ্চুরি। সেঞ্চুরির পর অবশ্য বেশীক্ষণ টিকতে পারেননি ম্যাথুস। ২৩৫ বলে ১১টি চারে ১১৫ রান তুলে ম্যাট হেনরির শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি। শরীর থেকে দূরে থাকা বলটি খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন ম্যাথুস। ক্যাচটি লুফে নিতে একটুও ভুল করেননি টম ব্লান্ডেল।

তারপর লেজের সারির ব্যাটারদের সঙ্গে নিয়ে আস্তে আস্তে রান বাড়াতে থাকেন ধনঞ্জয়া। নিয়মিত বিরতিতে উইকেটও হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত ৭৩ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন ধনঞ্জয়া।

প্রথম ইনিংসে ৩৫৫ করা শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় ইনিংসে থামে ৩০২ রানে। নিউজিল্যান্ডের হয়ে ১০০ রান খরচায় চার উইকেট নেন টিকনার। ৭১ রান খরচায় তিন উইকেট নেন হেনরি। দুটি উইকেট নেন সাউদি।

লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫ ওভারের মধ্যেই ডেভন কনওয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড। ১৬ বলে ৫ রান করা কনওয়ে কাসুন রাজিথার বলে কট এন্ড বোল্ড হন। কিউইদের হয়ে এরপর আর কোনও উইকেট পড়তে দেননি টম লাথাম ও কেন উইলিয়ামসন। লাথাম ১১ ও উইলিয়ামসন ৭ রানে অপরাজিত আছেন।

চতুর্থ দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা (প্রথম ইনিংস)- ৩৫৫/১০ (৯২.৪ ওভার) (মেন্ডিস ৮৭, করুনারত্নে ৫০; সাউদি ৫/৬৪, হেনরি ৪/৮০)।

নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ৩৭৩/১০ (১০৭.৩ ওভার) (মিচেল ১০২, হেনরি ৭২, লাথাম ৬৭; ফার্নান্দো ৪/৮৫, কুমারা ৩/৭৬)।

শ্রীলঙ্কা (দ্বিতীয় ইনিংস)- ৩০২/১০ (১০৫.৩ ওভার) (ম্যাথুস ১১৫, ধনঞ্জয়া ৪৭*; টিকনার ৪/১০০, হেনরি ৩/৭১)।

নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস)- ২৮/১ (১৭ ওভার) (লক্ষ্য ২৮৫) (লাথাম ১১*, উইলিয়ামসন ৭*; রাজিথা ১/৫)।