ভারত- অস্ট্রেলিয়া সিরিজ

বাংলাদেশকে খোঁচা মেরে খাওয়াজার সমালোচনায় সাবেক পাকিস্তানি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:56 শনিবার, 11 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশকে টেনে উসমান খাওয়াজার ইনিংসের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। আহমেদাবাদ টেস্টে খাওয়াজার ধীরগতির ইনিংসটির কট্টর সমালোচনা করেছেন সাবেক এই ক্রিকেটার।

আহমেদাবাদ টেস্টে ৪২২ বলে ১৮০ রান করেছেন খাওয়াজা। ২১টি চারে সাজানো ছিল সেই ইনিংস। খাওয়াজা ডাবল সেঞ্চুরি মিস করলেও একই ইনিংসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়ে যান ক্যামেরন গ্রিন। ১৭০ বলে ১১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

খাওয়াজার ধীরগতির ইনিংসের সমালোচনা করে বাসিত জানান, বাংলাদেশের ব্যাটারদের মতোই স্বার্থপরের মতো খেলেছেন খাওয়াজা। আর তাই প্রায় দুই দিন ব্যাটিং করেও পাঁচশ রান (৪৮০) করতে পারেনি অস্ট্রেলিয়া। খাওয়াজার সমালোচনা করলেও গ্রিনের সেঞ্চুরির প্রশংসা করেন বাসিত।

তিনি বলেন, 'উসমান খাওয়াজা বাংলাদেশের কোনো ব্যাটারের মতো খেলেছে। সে ভয়ে ভয়ে খেলেছে। আমার কাছে এটি স্বার্থপর ইনিংস মনে হয়েছে। আপনি ৪২২ বল খেলে এই উইকেটে ১৮০ রান করেছেন! অস্ট্রেলিয়ার একমাত্র ব্যাটার মনে হয়েছে গ্রিনকে।'

আহমেদাবাদ টেস্টের আগের টেস্টে (ইন্দোর) জিতে ইতোমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। বাসিতের মতে, এ কারণেই রয়ে সয়ে ম্যাচটি খেলছে অজিরা।

অস্ট্রেলিয়া ১৯৭০-৮০ সালের কোনো দলের মতো খেলছে বলেও মন্তব্য করেন বাসিত। ম্যাচটিতে প্রথম দিনে অস্ট্রেলিয়া করেছিল ২৫৫, আর দ্বিতীয় দিনে করে ২২৫ রান। যা একটুও পছন্দ হয়নি বাসিতের।

তিনি বলেন, 'অস্ট্রেলিয়া ১৯৭০-৮০ সালের কোনো দলের মতো খেলেছে। তারা টস জিতেছে, প্রথমদিনে ২৫৫ করেছে। আবার দ্বিতীয় দিনে করেছে ২২৫। আমার মনে হয়েছে অস্ট্রেলিয়াই বুঝি ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে। অথচ ভারত এগিয়ে আছে ২-১ ব্যবধানে। তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে। তাই তারা এমন রক্ষণাত্মক মানসিকতা নিয়ে খেলেছে।'