promotional_ad

মিচেল-হেনরির ব্যাটে ও টিকনারের তোপে কিউইদের প্রতিরোধ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রাইস্টচার্চে ড্যারিল মিচেলের সেঞ্চুরি এবং ম্যাট হেনরির হাফ সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ভালোভাবেই জবাব দিয়েছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার করা ৩৫৫ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৩ রান করেছে কিউইরা। তারপর ব্যাটিংয়ে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ৮৩ রান তুলেছে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে সফরকারীরা লিড নিয়েছে ৬৫ রানের।


৫ উইকেটে ১৬২ রান নিয়ে তৃতীয় দিনের সূচনা করে কিউইরা। এ দিন বেশিদূর যেতে পারেননি মাইকেল ব্রেসওয়েল। প্রবাথ জয়সুরিয়া বলে উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলাকে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ফেরার আগে করেন ২৫ রান।


এরপর অধিনায়ক টিম সাউদির সঙ্গে আবারও প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মিচেল। যদিও বেশিদূর এগিয়ে যেতে পারেনি এই জুটি। ২০ বলে ২৫ রান করে কাসুন রাজিথার বলে ফিরে যান সাউদি।


সাউদির সঙ্গে ৪৭ রানের জুটি গড়ার পর হেনরির সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন মিচেল। এই জুটিতে সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। ১৯৩ বলে ১০২ রান করে লাহিরু কুমারার বলে ডিকওয়েলাকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ছয়টি চার ও দুটি ছক্কায় সাজানো ছিল তার সেই ইনিংস।


promotional_ad

শেষদিকে ৬৯ রানের জুটি গড়েন হেনরি এবং নেইল ওয়াগনার। ৭৫ বলে দশটি চার ও তিনটি ছক্কায় ৭২ রান আসে হেনরির ব্যাটে। ওয়াগনার ক???েন ২৪ বলে একটি চার ও তিনটি ছক্কায় ২৭ রান।


শ্রীলঙ্কার হয়ে ৮৫ রান খরচায় চারটি উইকেট নেন আসিথা ফার্নান্দো। ৭৬ রান খরচায় তিন উইকেট নেন কুমারা।


দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ব্লেয়ার টিকনারের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। লঙ্কান টপ অর্ডারের শুরুর তিন ব্যাটারকেই সাজঘরে ফিরিয়েছেন এই পেসার। ভিন্ন ভিন্ন স্পেলে দিমুথ করুনারত্নে (১৭), ওশাদা ফার্নান্দো (২৮) এবং কুশল মেন্ডিসকে (১৪) ফেরান তিনি।


লঙ্কানদের হয়ে চতুর্থ দিনের সূচনা করবেন অ্যাঞ্জেলো ম্যাথুস (২০*) এবং প্রবাথ জয়সুরিয়া (২*)। মাত্র ২৮ রান খরচায় তিন উইকেটই নেন টিকনার।


তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:


শ্রীলঙ্কা (প্রথম ইনিংস)- ৩৫৫/১০ (৯২.৪ ওভার) (মেন্ডিস ৮৭, করুনারত্নে ৫০; সাউদি ৫/৬৪, হেনরি ৪/৮০)।


নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ৩৭৩/১০ (১০৭.৩ ওভার) (মিচেল ১০২, হেনরি ৭২, লাথাম ৬৭; ফার্নান্দো ৪/৮৫, কুমারা ৩/৭৬)।


শ্রীলঙ্কা (দ্বিতীয় ইনিংস)- ৮৩/৩ (৩৮ ওভার) (ওশাদা ২৮; টিকনার ৩/২৮)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball