ভারত- অস্ট্রেলিয়া সিরিজ

গ্রিনের সেঞ্চুরি ও খাওয়াজার আক্ষেপের পর লড়ছে ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:26 শুক্রবার, 10 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনের পুরোটাই নিজের করে নিয়েছে অস্ট্রেলিয়া। এ দিন সেঞ্চুরি পেয়েছেন ক্যামেরন গ্রিন। তবে ডাবল সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়তে হয়েছে আগের দিনের সেঞ্চুরিয়ান উসমান খাওয়াজাকে। প্রথম ইনিংসে ৪৮০ রানে থেমেছে অস্ট্রেলিয়া। জবাবে বিনা উইকেটে ৩৬ রান করে থেমেছে ভারত। সফরকারীদের থেকে এখনও ৪৪৪ রানে পিছিয়ে আছে রোহিত শর্মার দল।

চার উইকেটে ২৫৫ রান নিয়ে দ্বিতীয় দিনের সূচনা করে অস্ট্রেলিয়া। খাওয়াজা এবং গ্রিনের জুটি যেন ভাঙতেই পারছিল না ভারতের বোলাররা। একের পর এক হতাশাজনক স্পেল করে যাচ্ছিলেন মোহাম্মদ শামি-রবীন্দ্র জাদেজারা।

খাওয়াজা একপাশে রয়েসয়ে খেললেও অপরপ্রান্তে কিছুটা ওয়ানডে স্টাইলে খেলে যাচ্ছিলেন গ্রিন। দেখেশুনে খেলে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিটি তুলে নেন ইনজুরি কাটিয়ে আসা এই অলরাউন্ডার। সেঞ্চুরির পর অবশ্য বেশীক্ষণ উইকেটে থাকতে পারেননি গ্রিন।

১৭০ বলে ১৮টি চারে ১১৪ রান করে রবিচন্দ্রন অশ্বিনের স্পিন জালে ধরা পড়েন তিনি। সুইপ করতে গিয়ে উইকেটরক্ষক কেএস ভারতের হাতে ধরা পড়েন এই অলরাউন্ডার। ভেঙে যায় খাওয়াজা ও গ্রিনের ২০৮ রানের জুটিটি। একই ওভারের শেষ বলে অ্যালেক্স ক্যারিকেও বিদায় করেন অশ্বিন। কোনও রান না করে নিজের খেলা চার নম্বর বলে শর্ট থার্ড ম্যান অঞ্চলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন ক্যারি।

কিছুক্ষণ পর মিচেল স্টার্ককেও (৬) বিদায় করেন অশ্বিন। এরপর লেজের সারির ব্যাটারদের নিয়ে লড়াই চালিয়ে যান খাওয়াজা। যদিও বেশীক্ষণ লড়তে পারেননি তিনি। অক্ষরের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফিরে যান ১৮০ রান করেন। ৪২২ বলে খেলা ধৈর্যশীল এই ইনিংসে ছিল ২১টি চারের মার।

খাওয়াজার বিদায়ের পর নাথান লায়ন-টড মারফির ব্যাটে আরও ৭০ রান পায় অস্ট্রেলিয়া। লায়ন ও মারফি করেন যথাক্রমে ৩৪ ও ৪১ রান। এই দুজনের উইকেটও নেন অশ্বিন। ৯১ রান খরচায় ছয় উইকেট নেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।

ব্যাটিংয়ে নেমে শেষ বিকেলে পুরো ১০ ওভার খেলেছে ভারত। যদিও ওপেনারদের দৃঢ়তায় উইকেট হারায়নি তারা। রোহিত ১৭ এবং শুভমান গিল ১৮ রানে ব্যাটিংয়ে আছেন।

সংক্ষিপ্ত স্কোর-

অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ৪৮০ (১৬৭.২ ওভার) (খাওয়াজা ১৮০, গ্রিন ১১৪; অশ্বিন ৬/৯১)।

ভারত (প্রথম ইনিংস)- ৩৬/০ (১০ ওভার) (গিল ১৮*, রোহিত ১৭*)।