promotional_ad

ক্রাইস্টচার্চে পেসারদের দাপটে এগিয়ে থাকল শ্রীলঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে পেসারদের দাপটে সুবিধাজনক অবস্থানে আছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৩৫৫ রানে অলআউট হওয়ার পর নিউজিল্যান্ডের পাঁচ উইকেট ফেলে দিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের সংগ্রহ ১৬২, এখনও ১৯৩ রানে পিছিয়ে আছে তারা।


নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য দারুণভাবে করে নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতেই ৬৭ রান তুলে ফেলে তারা। ৮৮ বলে ৩০ রান করে ফিরে যান ডেভন কনওয়ে। আসিথা ফার্নান্দোর বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফিরে যান তিনি।


তারপর অল্প সময়ের মধ্যে কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলসের উইকেট হারায় কিউইরা। ১১ বলে ১ রান করে লাহিরু কুমারার বলে ফিরে যান উইলিয়ামসন। কভার অঞ্চলে দিমুথ করুনারত্নের ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন তিনি।


এর কয়েক ওভার পর নিকোলসকেও বিদায় করেন কুমারা। লঙ্কান এই পেসারের এক্সট্রা বাউন্স বুঝতে না পেরে টপ এজে বল ভাসিয়ে দেন ৬ বলে ২ রান করা নিকোলস। মিড অন থেকে দৌড়ে এসে সেই ক্যাচটি লুফে নেন কাসুন রাজিথা।


promotional_ad

তারপর ৫৮ রানের জুটি গড়েন ওপেনার টম লাথাম এবং ড্যারিল মিচেল। হাফ সেঞ্চুরির পর বেশীক্ষণ টিকতে পারেননি লাথাম। ১৪৪ বলে সাতটি চারে ৬৭ রান করে ফার্নান্দোর বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি।


এর কয়েক ওভার পর উইকেটরক্ষক টম ব্লান্ডেলের উইকেটও হারায় কিউইরা। রাজিথার বলে উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলাকে ক্যাচ দিয়ে ফেরেন ব্লান্ডেল। ফেরার আগে ২২ বলে ৭ রান করেন তিনি।


কিউইদের হয়ে উইকেট পাহারা দিচ্ছেন মিচেল এবং মাইকেল ব্রেসওয়েল। ৮৯ বলে ৪০ রানে ব্যাটিংয়ে আছেন মিচেল। ব্রেসওয়েল করেছেন ১৮ বলে ৯ রান। লঙ্কানদের হয়ে ফার্নান্দো এবং কুমারা দুটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট রাজিথার।


এর আগে ছয় উইকেটে ৩০৫ রান নিয়ে দ্বিতীয় দিনের সূচনা করে শ্রীলঙ্কা। এ দিন বিশেষ কিছু করতে পারেননি আগের দিনের অপরাজিত ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা। ৫৯ বলে ৪৬ রান তুলে সাউদির বলে ফিরে যান তিনি।


এ ছাড়া লেজের দিকে রাজিথা ২২, প্রবাথ জয়সুরিয়া ১৩, কুমারা অপরাজিত ১৩ এবং ফার্নান্দো ১০ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে ৬৪ রান খরচায় পাঁচ উইকেট নেন অধিনায়ক সাউদি। চার উইকেট নেন ম্যাট হেনরি।


দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:


শ্রীলঙ্কা (প্রথম ইনিংস)- ৩৫৫/১০ (৯২.৪ ওভার) (মেন্ডিস ৮৭, করুনারত্নে ৫০; সাউদি ৫/৬৪, হেনরি ৪/৮০)।


নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ১৬২/৫ (৬৩ ওভার) (লাথাম ৬৭, মিচেল ৪০*; কুমারা ২/৩৪, ফার্নান্দো ২/৪২)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball