Connect with us

নিউজিল্যান্ড- শ্রীলঙ্কা সিরিজ

ক্রাইস্টচার্চে পেসারদের দাপটে এগিয়ে থাকল শ্রীলঙ্কা


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে পেসারদের দাপটে সুবিধাজনক অবস্থানে আছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৩৫৫ রানে অলআউট হওয়ার পর নিউজিল্যান্ডের পাঁচ উইকেট ফেলে দিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের সংগ্রহ ১৬২, এখনও ১৯৩ রানে পিছিয়ে আছে তারা।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য দারুণভাবে করে নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতেই ৬৭ রান তুলে ফেলে তারা। ৮৮ বলে ৩০ রান করে ফিরে যান ডেভন কনওয়ে। আসিথা ফার্নান্দোর বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফিরে যান তিনি।

তারপর অল্প সময়ের মধ্যে কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলসের উইকেট হারায় কিউইরা। ১১ বলে ১ রান করে লাহিরু কুমারার বলে ফিরে যান উইলিয়ামসন। কভার অঞ্চলে দিমুথ করুনারত্নের ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন তিনি।

এর কয়েক ওভার পর নিকোলসকেও বিদায় করেন কুমারা। লঙ্কান এই পেসারের এক্সট্রা বাউন্স বুঝতে না পেরে টপ এজে বল ভাসিয়ে দেন ৬ বলে ২ রান করা নিকোলস। মিড অন থেকে দৌড়ে এসে সেই ক্যাচটি লুফে নেন কাসুন রাজিথা।



তারপর ৫৮ রানের জুটি গড়েন ওপেনার টম লাথাম এবং ড্যারিল মিচেল। হাফ সেঞ্চুরির পর বেশীক্ষণ টিকতে পারেননি লাথাম। ১৪৪ বলে সাতটি চারে ৬৭ রান করে ফার্নান্দোর বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি।

এর কয়েক ওভার পর উইকেটরক্ষক টম ব্লান্ডেলের উইকেটও হারায় কিউইরা। রাজিথার বলে উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলাকে ক্যাচ দিয়ে ফেরেন ব্লান্ডেল। ফেরার আগে ২২ বলে ৭ রান করেন তিনি।

কিউইদের হয়ে উইকেট পাহারা দিচ্ছেন মিচেল এবং মাইকেল ব্রেসওয়েল। ৮৯ বলে ৪০ রানে ব্যাটিংয়ে আছেন মিচেল। ব্রেসওয়েল করেছেন ১৮ বলে ৯ রান। লঙ্কানদের হয়ে ফার্নান্দো এবং কুমারা দুটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট রাজিথার।

এর আগে ছয় উইকেটে ৩০৫ রান নিয়ে দ্বিতীয় দিনের সূচনা করে শ্রীলঙ্কা। এ দিন বিশেষ কিছু করতে পারেননি আগের দিনের অপরাজিত ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা। ৫৯ বলে ৪৬ রান তুলে সাউদির বলে ফিরে যান তিনি।

এ ছাড়া লেজের দিকে রাজিথা ২২, প্রবাথ জয়সুরিয়া ১৩, কুমারা অপরাজিত ১৩ এবং ফার্নান্দো ১০ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে ৬৪ রান খরচায় পাঁচ উইকেট নেন অধিনায়ক সাউদি। চার উইকেট নেন ম্যাট হেনরি।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা (প্রথম ইনিংস)- ৩৫৫/১০ (৯২.৪ ওভার) (মেন্ডিস ৮৭, করুনারত্নে ৫০; সাউদি ৫/৬৪, হেনরি ৪/৮০)।

নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ১৬২/৫ (৬৩ ওভার) (লাথাম ৬৭, মিচেল ৪০*; কুমারা ২/৩৪, ফার্নান্দো ২/৪২)।

সর্বশেষ

৭ জুন, বুধবার, ২০২৩

বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিবি

৭ জুন, বুধবার, ২০২৩

ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব ফিরিয়ে দিতে খারাপও লাগে তাসকিনের

৭ জুন, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরলেন ব্রড

৭ জুন, বুধবার, ২০২৩

১৬ ওভারে ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা

৭ জুন, বুধবার, ২০২৩

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল

৭ জুন, বুধবার, ২০২৩

যেখানে ব্যাটিং করি সেখানে নিজের বলতে কিছু থাকে না: মোসাদ্দেক

৭ জুন, বুধবার, ২০২৩

অবসর ভেঙে অ্যাশেজে মঈন

৭ জুন, বুধবার, ২০২৩

কিং-চার্লসের ঝড়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

৭ জুন, বুধবার, ২০২৩

এফটিপির বাইরে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চায় ইংল্যান্ড!

৭ জুন, বুধবার, ২০২৩

১০ বছর ধরে ট্রফিহীন ভারত, দ্রাবিড় বলছেন চাপ নেই

আর্কাইভ

বিজ্ঞাপন