বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

২০২৭ সালের আগে বাংলাদেশকে আতিথ্য দিতে চায় ইংল্যান্ড

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 19:47 বৃহস্পতিবার, 09 মার্চ, 2023

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

চলতি বছর ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ড সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু ২০১০ সালের পর ইংল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি বাংলাদেশ। তবে এবার সব ঠিক থাকলেও ২০২৭ সালের আগে কোনো এক সূচিতে লাল-সবুজের দলকে আতিথ্য দিতে পারে ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।

৭ বছর পর বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে ইংল্যান্ড। দলের সঙ্গে এসেছিলেন ইসিবি চেয়ারম্যান রিচার্ড থমসনও। ওয়ানডে সিরিজ চলাকালীন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ও বোর্ডকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি।

ইংল্যান্ডের প্রভাবশালী একটি সংবাদমাধ্যমের দাবি, সেই আলোচনাতেই দুই বোর্ডের মাঝে সিরিজ আয়োজন নিয়ে কথা হয়েছে। সেখানেই ২০২৭ সালের আগে কোনো সময়ে বাংলাদেশকে আতিথ্য দেয়ার প্রস্তাব দিয়েছেন তিনি, যদিও এখনও সব আলোচনার পর্যায়ে রয়েছে।

প্রস্তাবের বিষয়টি বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও নিশ্চিত করেছেন। ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, 'ওয়ানডে সিরিজ চলাকালীন দুই বোর্ডের আলোচনা এটি নিয়ে হয়েছে তবে এখনও কিছুই চূড়ান্ত নয়।'

ইসিবির সূত্র ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছে, ইসিবি ও বিসিবির মাঝে সিরিজ আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি, 'সব ঠিক থাকলে ২০২৭ সালের আগে যে কোনো এক সময় ইংল্যান্ড সফরে যেতে পারে বাংলাদেশ। দুই বোর্ডের মাঝে এ নিয়ে আলোচনা হয়েছে।'

ইংলিশ সংবাদমাধ্যমটি আরও বলেছে, ২০২৩ থেকে ২০২৭ সালের মাঝে অস্ট্রেলিয়া ও ভারত একাধিকবার ইংল্যান্ড সফর করবে। এই সিরিজগুলোর মাঝেই কোনো এক ফাকে বাংলাদেশ সিরিজ অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় আছে ইসিবি।

২০১০ সালে সর্বপ্রথম ইংল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। এরপর ২০১৬ সালে বাংলাদেশে এসে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল ইংলিশরা, ওয়ানডে সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। চলতি সিরিজে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। তবে টি-টোয়েন্টি সিরিজে এখন ১-০ তে এগিয়ে বাংলাদেশ। এছাড়া ২০২৫-২৭ এফটিপিতেও ইংল্যান্ডের একটি বাংলাদেশ সফর রয়েছে।