বাংলাদেশ- ইংল্যান্ড সিরিজ

‘এতদিন যেমন খেলেছো, অমনই খেলো’, রনিদের প্রতি হাথুরুসিংহের বার্তা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:10 বুধবার, 08 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশ দলে ফেরা রনি তালুকদারের ব্যাটিং নেটে দেখেছেন চন্ডিকা হাথুরুসিংহে। ঘরোয়া ক্রিকেট দাপিয়ে বেড়ানো এই ওপেনারের ব্যাটিং পছন্দও হয়েছে বাংলাদেশের হেড কোচের। এবার তাকে ম্যাচে খেলিয়ে দেখতে চান লঙ্কান এই মাস্টারমাইন্ড। একইসঙ্গে রনির প্রতি তার বার্তাও স্পষ্ট করেছেন হাথুরুসিংহে।

ঘরোয়া ক্রিকেটে সবসময়ই পারফর্ম করেন রনি তালুকদার। যদিও ধারাবাহিকতার অভাব ছিল তার। গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যেন সেই অভাবও দূর করেছেন রনি। ব্যাটে ছুটিয়েছেন রানের ফোয়ারা।

বিপিএলের এবারের আসরে দারুণ ধারাবাহিক ছিলেন রনি। ১৩ ইনিংস ব্যাটিং করে ৪২৫ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট প্রায় ১৩০ আর গড়টা ৩৫ এর একটু উপরে। রংপুরের প্লে অফের খেলার পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রনি। আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও বনে যান তিনি।

অথচ ২০২২ বিপিএলে ৬ ইনিংসে মাত্র ১০৫ রান করেছিলেন তিনি। তবে এবার যেন নতুন রূপে দেখা গেল তাকে। আর এই পারফরম্যান্সের কারণেই ২০১৫ সালের পর জাতীয় দলের ডেরায় ফিরলেন রনি। ঘরোয়াতে যেভাবে পারফর্ম করেন, জাতীয় দলেও তাকে তেমনটা করার বার্তা দিয়েছেন হাথুরুসিংহে।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশের কোচ রনিকে নিয়ে বলেন, 'আমি ম্যাচ সিনারিওতে ওদের দেখতে চাই। আমি তাকে (রনি) শুধুমাত্র নেটে দেখেছি। যা দেখেছি তাতে আমার ভালো লেগেছে। রনিকে আমি আগেও দেখেছি। আমার যতটুকু মনে পড়ে, সে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছিল। আমি জানি না, এরপর কী হয়েছে। সে ইনজুরি আক্রান্ত হয়েছিল নাকি অন্য ক্রিকেটাররা ওর থেকে ভালো করেছে তা জানি না। আমি আসরে ওদের দেখতে মুখিয়ে আছি।'

তিনি আরও বলেন, 'তারা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে। জাতীয় দলে ভালো করার সুযোগ এখনই। এটার মানে এই নয় যে তারা একটি সুযোগই পাবে। আমি মনে করি তারা নিজেদের প্রমাণ করার অনেক সুযোগ পাবে। তাদের প্রতি আজকে আমার বার্তা হচ্ছে, 'যেমনটা খেলে এসেছো, অমনই খেলো।' মানে একটা সাধারণ ম্যাচে যেমন খেলো অমনটা নিজেদের আন্তর্জাতিক ম্যাচেও খেলো।'

হাথুরুসিংহে নিশ্চয়তা দিলেও ইংল্যান্ডের বিপক্ষে একাদশে ওপেনার হিসেবে সুযোগ পেতে কিছুটা বেগ পেতে হবে রনিকে। ওপেনিংয়ে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসরা আগে থেকেই ধারাবাহিক পারফর্ম করায় পছন্দের পজিশনে নাও খেলা হতে পারে রনির।