বোর্ডার-গাভাস্কার ট্রফি

'কেউ ড্র করতে চায় না', উইকেট নিয়ে প্রশ্নের উত্তরে দ্রাবিড়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:22 মঙ্গলবার, 07 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বোর্ডার-গাভাস্কার ট্রফির শুরু থেকেই আলোচনায় ভারতের উইকেট। উইকেটের ভেলকি দেখিয়ে ভারত টানা দুই টেস্টে জয় তুলে নিয়েছিল। অবশ্য দুই টেস্টে হারের পর তৃতীয় টেস্টে জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করেছে অজিরা।

অবশ্য ফাইনাল খেলতে সিরিজের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই ভারতের সামনে। অন্যদিকে এই ম্যাচে হারলেই সিরিজ হারের ক্ষত নিয়ে দেশে ফিরতে হবে অস্ট্রেলিয়াকে। ফলে সিরিজের শেষ টেস্টটি বাঁচা মরার লড়াই হয়ে আছে ভারত-অস্ট্রেলিয়ার সামনে।

শেষ টেস্টে আহমেদাবাদের উইকেট কেমন হবে সেটা নিয়ে চলছে তুমুল কানাঘুষা। এর মধ্যেই ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন কোনো দলই টেস্ট হারতে চায় না। এর ফলে নাকি তারা বাধ্য হয়েই 'কঠিন' উইকেট বানিয়েছেন অস্ট্রেলিয়ার জন্য। 

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তিন টেস্টেই ব্যাটারদের অনুকূলে ছিল না উইকেট। অস্ট্রেলিয়ার ব্যাটারদের সঙ্গে সমস্যায় পড়তে হয়েছে ভারতের ব্যাটারদেরও। তাই ভারতীয় কোচ দ্রাবিড় জানিয়ে দিয়েছেন এমন কঠিন পিচে খেলেই লড়াই করতে হবে তার শিষ্যদের।

শেষ টেস্টে মাঠে নামার আগে দ্রাবিড় বলেছেন, ‘দেশে বা বিদেশে খেলা হোক - এখন জয়ের উপর বাড়তি গুরুত্ব দেয়া হয়। কোনো দলই এখন ড্র করতে চায় না। পুরো বিশ্বেই উইকেট চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে। দিনের শেষে এরকম ম্যাচে আপনি ফলাফল চাইবেন।’

আগের দুই টেস্টের মতো ইন্দোরেও তিনদিনেই শেষ হয়েছে তৃতীয় টেস্ট। যদিও এই পিচকে 'গড়পড়তার চেয়ে খারাপ' আখ্যা দিয়েছে আইসিসি। দ্রাবিড় অবশ্য এসব নিয়ে আলোচনা এড়িয়ে গেছেন। তিনি বলেছেন, 'ওই বিষয়টি নিয়ে বেশি কিছু বলব না। ওটা ম্যাচ রেফারির সিদ্ধান্ত।'

উইকেট নিয়ে বেশি আলোচনা হওয়ায় কিছুটা বিরক্ত ভারতীয় কোচ। তিনি আপাতত সবাইকে খেলায় মনোযোগ দেয়ার বার্তা দিয়েছেন। দ্রাবিড় বলেছেন, 'পিচ দেখে ঠিকঠাক মনে হচ্ছে। পিচ নিয়ে প্রচুর হইচই চলছে। যাই হোক না কেন, দিনের শেষে ওরকম পিচে কীভাবে ভালো খেলতে হবে, সেটা শিখতে হবে।'