বিশ্বকাপ

এশিয়া কাপের দল নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:47 সোমবার, 06 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় দুটি টুর্নামেন্ট রয়েছে। বাংলাদেশ এরই মধ্যে নিজেদের পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে। কদিন পরেই ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। এরপর আফগানিস্তানের সঙ্গে একটি সীমিত ওভারের সিরিজের কথা রয়েছে।

এই দুই সিরিজেই বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত ব্যাকআপ ক্রিকেটার তৈরি রাখতেই তারা এই পরিকল্পনায় হাঁটতে চাইছে বিসিবি। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পর এমনটাই আভাস দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এই দুই সিরিজে নিয়মিত ক্রিকেটারদের মধ্যে অনেককে না দেখলে অবাক হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন তিনি। বিশ্বকাপের জন্য দল গোছাতে এই দুই সিরিজকেই বেছে নিয়েছে বিসিবি। এদিকে বোর্ড সভাপতি পাপন জানিয়েছেন এশিয়া কাপের দল নিয়েই বিশ্বকাপে যাবে টাইগাররা।

তিনি বলেন, 'সামনে আমাদের দুটো সিরিজ রয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে। এই সিরিজে আমরা দুই একজনকে বিশ্রাম দিতে পারি। বিশ্রাম দিয়ে নতুন একটা প্লেয়ার দেখতে পারি, অপশন কে আছে সেটা দেখার জন্য। যদি আমার কখনও অপশন দরকার হয় কে খেলবে? এটা নিয়ে কেউ যেন দুশ্চিন্তা না করে আপনাদের মিডিয়ারও হুলস্থুল করার কিছু নেই। এশিয়া কাপের জন্য যে দলটা ঘোষণা করা হবে সেটাই হবে বিশ্বকাপ স্কোয়াড। এটা মনে রাখতে হবে।'

নিয়মিত ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম ও আফিফ হোসেন ধারাবাহিকভাবে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে। প্রথম দুই ওয়ানডেতে ১৬ ও ৪ রানের ইনিংস খেলেছেন মুশফিক। অবশ্য শেষ ওয়ানডেতে ৭০ রানের একটি ঝলমলে ইনিংস রয়েছে তার নামের পাশে।

আর আফিফ এই সিরিজে নিজেকে হারিয়ে খুঁজছেন। তিন ম্যাচে যথাক্রমে তিনি ৯, ২৩ ও ১৫ রান করেছেন। ছন্দে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ-লিটন দাসের মতো ক্রিকেটাররাও। এমন পারফরম্যান্সের পর দলে তাদের জায়গাটাও কিছুটা নড়বড়ে হয়ে গেছে। এদিকে বোর্ড সভাপতি নিশ্চিত করেছেন পারফর্ম করতে না পারলে যে কেউ যেকোনো সময় দল থেকে জায়গা হারাতে পারেন। তবে তার বিশ্বাস যারা আছেন তারা সবাই পারফর্ম করতে পারেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'একটা জিনিস এখানে সবাইকে পারফর্ম করতে হবে। পারফর্ম করতে না পারলে আসলে কেউ টিকতে পারবে না। এটা হলো সবচেয়ে বড় কথা। কাজেই, আমার দৃঢ় বিশ্বাস আমাদের যারা খেলোয়াড় আছে তারা পারফর্ম করতে পারে।'