বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

তামিম-শান্তদের কাছ থেকে হাফ সেঞ্চুরি নয় সেঞ্চুরি চান সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:44 সোমবার, 06 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা ধারাবাহিকভাবে রান করতে পারছেন না গত কিছুদিন ধরে। নিজের সেরা ফর্মে নেই লিটন দাসের মতো ব্যাটার। নাজমুল হোসেন শান্ত রানে থাকলেও বড় ইনিংস খেলতে পারছেন না। ফলে প্রায় প্রতিটি ম্যাচেই তাকিয়ে থাকতে হচ্ছে মিডল অর্ডার ব্যাটারদের দিকে।

এই সমস্যা থেকে বেড়িয়ে আসতে টপ অর্ডার ব্যাটারদের কাছ থেকে সেঞ্চুরির প্রত্যাশা করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও টপ অর্ডার ব্যাটারদের অধারাবাহিক ব্যাটিং ছিল চিন্তার মূল কারণ। এর প্রভাবে সিরিজও হারতে হয়েছে ইংল্যান্ডের কাছে।

প্রথম ওয়ানডেতে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। অবশ্য এরপর ইনিংস বড় করতে পারেননি। তিনি আউট হয়েছেন ৫৮ রান করে। পরের ম্যাচে অধিনায়ক তামিম ইকবাল ভালো শুরু পেলেও শান্ত ও লিটন কুমার দাস দুজনই ব্যর্থ হয়েছেন। ফিরেছেন শূন্য রানে। তামিমের ইনিংস থেমেছে ৩৫ রান।

সিরিজের তৃতীয় ওয়ানডেতে হাফ সেঞ্চুরি পেয়েছেন শান্ত কিন্তু ৫৩ রানের বেশি যোগ করতে পারেননি তিনি। এর ফলে নিয়মিত দল বড় রান করতে ব্যর্থ হচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে ৫০ রানের জয়ের পর সাকিবের কণ্ঠে স্পষ্ট হতাশার ছাপ ফুটে উঠেছে।

৭৫ রানের সঙ্গে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরষ্কার হাতে নিয়ে সাকিব বলেছেন, 'আমরা আশাকরি টপ অর্ডার ব্যাটাররা সেঞ্চুরি করবে, শুধু হাফ সেঞ্চুরি নয়। এটা এমন জায়গা যেখানে আমরা উন্নতি করতে পারি।'

২০১৬ সালের পর থেকেই ঘরের মাঠে অদম্য বাংলাদেশ। এরপর টানা ৭টি সিরিজ জয় করেছে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজ দিয়েই সেই জয়রথ থেমেছে। সাকিব অবশ্য এটাকে ইতিবাচকভাবেই দেখছেন। তিনি মনে করেন এই সিরিজে ৩-০তেও হারতে পারত বাংলাদেশ।

যদিও বোলাররা ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রেহাই দিয়েছে। এই ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করেছিল ২৪৬ রান। ইনিংস শেষে বাংলাদেশ দলের ক্রিকেটারদের মনে হচ্ছিল ২০-৩০ রান কম হয়েছে। তবে বোলাররা সেই আক্ষেপে পুড়তে দেননি বাংলাদেশকে।

বোলারদের প্রশংসা করে সাকিব বলেন, 'আমরা ঘরের মাঠে ৫-৭ বছর ধরেই ভালো খেলছি। আমরা আমাদের অনেক সক্ষমতা দেখিয়েছি। আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং আমরা ৩-০ তে হারতে পারতাম। কিন্তু আমরা শেষ পর্যন্ত লড়াই করে ভাগ্যবান যে একটি জয় পেয়েছি। আমাদের মনে হয়েছিল ২০-৩০ রান কম করেছি। আমাদের বোলাররা ঘুরে দাঁড়িয়েছে এবং দলের জন্য অবদান রেখেছে।'